অতি সাধারণ....প্রধানমন্ত্রী হলে দেশটারে সাজাইতাম
বাংলাদেশি চিত্রনির্মাতা এনামুল করিম নির্ঝর পরিচালিত ‘ডিজায়ার: দ্য ফ্লাইং বাটার’ ছবিতে গান গাইবেন কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা। শুধু তাই নয়, ইন্দো-বাংলা প্রডাকশনের এই ছবিতে অভিনয়েরও সম্ভাবনা রয়েছে তার। খবর পিটিআই-এর।
এ প্রসঙ্গে পিটিআই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্ঝর বলেছেন, ‘প্রস্তাবিত এই ছবির ৫টি গানে কণ্ঠ দেবেন শাকিরা। ছবিটির মিউজিক কম্পোজার হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতীয় সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র।
’
নির্ঝর আরো বলেছেন, ‘ছবিটিতে বাংলাদেশ এবং ভারতের জনপ্রিয় ও স্বল্প-পরিচিত কয়েকজন অভিনয় শিল্পী অভিনয় করবেন। ছবিতে শাকিরাকে দিয়ে অভিনয় করানোর ব্যাপারেও চেষ্টা চলছে। বাংলাদেশ ভারত, স্কটল্যান্ডসহ আরো কয়েকটি দেশে এর শুটিং হবে। ’
ছবির কাহিনী কিংবা পাত্র-পাত্রী সম্পর্কে মুখ খুলতে রাজী হননি নির্ঝর। তিনি জানিয়েছেন, ‘স্ট্র্যাটেজিক কারণে এই মুহূর্তে ছবিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে চাইছি না।
তবে ধীরে ধীরে সবকিছুই প্রকাশ করা হবে। এখন কেবল এটুকুই বলবো যে, ভারতীয় উপমহাদেশের মানুষদের বন্ধুত্ব, আকাক্সক্ষা এবং অস্তিত্বের বিষয়কে উপজীব্য করেই ছবিটির কাহিনী গড়ে উঠেছে। ’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিকে/এইচবি/জানুয়ারি ০৮/১১ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।