আমাদের কথা খুঁজে নিন

   

সরকারি কর্মচারীদের বেতন হবে তো?

আমি ভালা আছি। বিনিয়োগ তো দূরের কথা আগামী চার-পাঁচ মাস পর সরকার তার কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। আজ রোববার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বলতে গিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আসিফ ইব্রাহীম এসব কথা বলেন। ব্যবসা-বাণিজ্য উন্নয়নে ঢাকা চেম্বারের কর্মকাণ্ড জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ইউএনবি সূত্রে এ খবর জানা গেছে।

এদিকে সম্মেলনে লিখিত বক্তব্যে আসিফ ইব্রাহীম বলেন, ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ বাড়ছে। লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে গেছে। এ অবস্থা চলতে থাকলে বেসরকারি উদ্যোক্তাদের ঋণ পাওয়া অসম্ভব হয়ে পড়বে। বেসরকারি খাতে অর্থায়নও দুর্বল হয়ে পড়বে। তিনি আরও বলেন, এক বছরে ডলারের দাম ১৮ শতাংশ বেড়েছে।

এর প্রভাব পড়ছে নিত্যপণ্যের দামের ওপর। ডলারের সংকট ও মূল্যবৃদ্ধির কারণে আমদানি করা পণ্যের দাম বাড়বে। এটা মূল্যস্ফীতিকে আরও বাড়াবে। ডিসিসিআইয়ের সভাপতি বলেন, মূল্যস্ফীতির কারণে অর্থনীতির অন্যান্য সূচক থমকে গেছে। আমদানিনির্ভর দেশ হওয়ায় উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশের অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় আসতে পারে।

আসিফ ইব্রাহীম আরও বলেছেন, ‘২০১২ সালে রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কা খুব বেশি। ব্যবসাসহ পুরো অর্থনীতির জন্য এটি উদ্বেগের বিষয়। রাজনৈতিক অস্থিরতার কারণে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি ব্যবসা-বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করে। তাই ব্যবসায়ী মহল জাতীয় অর্থনৈতিক ইস্যুতে রাজনৈতিক সমঝোতা প্রত্যাশা করে। ’ ব্যাংকঋণের সুদের সর্বোচ্চ সীমা তুলে দেওয়ার সমালোচনা করে আসিফ বলেন, এর ফলে আর্থিক প্রতিষ্ঠানগুলো সুদ ব্যবসার দিকেই ঝুঁকে পড়ছে।

চড়া সুদের কারণে শিল্প খাতে বিনিয়োগকারীরা ঋণ নিচ্ছেন না। জ্বালানির দাম বাড়ানোর সমালোচনা করে ডিসিসিআইয়ের সভাপতি বলেন, আমদানি পর্যায়ে তেলের ওপর নানা শুল্ক আরোপের পর সরকার ভর্তুকি দেয়। সরকার চাইলে জ্বালানির এসব শুল্ক কমিয়ে করযোগ্য অন্য খাতে কর বসিয়ে এ ঘাটতি পুষিয়ে নিতে পারত। কিন্তু তা না করে ক্রমাগত জ্বালানির দাম বাড়িয়ে দিচ্ছে। এতে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

‘বৈদেশিক সাহায্যের পরিমাণ কমছে। ব্যাংক থেকেও যদি ঋণ না নেয়, তাহলে সরকার ব্যয়নির্বাহ করবে কীভাবে?’ এমন প্রশ্নের জবাবে ঢাকা চেম্বারের সভাপতি বলেন, সরকারকে রাজস্ব আয় বাড়াতে হবে। সরকারি প্রতিষ্ঠানগুলোর লোকসান কমাতে হবে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, গণতন্ত্র আসার পর অদক্ষ প্রশাসনের কারণে সরকারি প্রতিষ্ঠানগুলোর লোকসান কমানো হচ্ছে না। সংবাদ সম্মেলনে ডিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি হায়দার আহমেদ খান ছাড়া নতুন নেতারাও উপস্থিত ছিলেন সূত্র এখানে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.