আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্যা বালান ছয় মাসের অন্তঃসত্ত্বা!

ছায়া-মানব বিদ্যার এমন রূপ দেখে অনেকের চোখই কিছু সময়ের জন্য ছানাবড়া হয়ে গেল। হওয়াটাই স্বাভাবিক। কিছু দিন আগেও তো একদম স্বাভাবিক ছিলেন তিনি, আর এতো জলদি কিভাবে এটা সম্ভব! সবার সামনে গর্ভবতী বিদ্যা বালান। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে এমন রূপেই দেখা গেল তাকে। ছয় মাসের অন্তঃসত্ত্বা বিদ্যার উঁচু মঞ্চে উঠতে কিছুটা কষ্ট হচ্ছিল, তবুও হাসিমুখে সব কষ্ট সহ্য করছিলেন তিনি।

বিস্মিত সাংবাদিকরা তাদের বিস্ময়কে সংবরণ করে এক সময় জানতে চান বিদ্যার এই হঠাৎ পরিবর্তনের ব্যাপারে। তারা আরও জানতে চান, কার জন্য তার এই অবস্থা? পরে হাস্যোজ্জল বিদ্যা সব কিছু খোলাসা করেন। তিনি বলেন, তার পরবর্তী ছবি ‘কাহানি’র জন্যই অন্তঃসত্ত্বা হয়েছেন। ‘কাহানি’ ছবিতে তাকে এই রূপেই দেখা যাবে। ওই ছবিতেই তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ‘বিদ্যা বাগচি’র চরিত্রে অভিনয় করছেন।

যিনি তার নিখোঁজ স্বামীকে খুঁজতে ঘুরে বেড়ান কলকাতার ব্যস্ত শহরে, পার করেন অনেক চড়াই-উৎরাই। একজন অন্তঃসত্ত্বা নারীর জীবনের এই সংগ্রাম নিয়েই সুজয় ঘোষের ‘কাহানি’ ছবিতে আবারও যথাযথ পারফরমেন্স দিতেই বিদ্যার এই রূপ ধারণ। কিন্তু, বলিউডের সব নায়িকারা যেখানে নিজের বয়সকে কমিয়ে রাখতে আর গ্ল্যামারাস চরিত্রে কাজ করতে ব্যস্ত সেখানে বিদ্যা কেন ‘অন্তঃসত্ত্বা’ হলেন? এমন প্রশ্নে তিনি বলেন, আমি তো সব সময়ই এমন। কখনও ৭০ বছর বয়সী কোন ছেলের মা, আবার কখনও ‘ডার্টি সিল্ক’। আর এখন হলাম সন্তানসম্ভবা এক নারী।

তা তো ঠিক আছে, কিন্তু ছবির ‘অন্তঃসত্ত্বা’ বিদ্যাকে মঞ্চে কেন নিয়ে আসা? জবাবে বিদ্যা বলেন, আমার এক একটা চরিত্র আমার অস্তিত্বের এক একটা অংশ। তাই, আমি আমার চরিত্রগুলোর গেট-আপ নিয়েই ছবির প্রমোশন করতে পছন্দ করি। যেমনটা করেছিলাম ‘ইশকিয়া’ ছবির সময়, কিংবা সামপ্রতিক ‘ডার্টি পিকচার’র কথাই ধরা যাক। সেই ধারাবাহিকতা রক্ষা করতেই এই রূপে মঞ্চে আসা। আর এসে আপনাদের এমন অভিব্যক্তি দেখে ভালই লাগছে! সূত্র  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.