আমি ভালা আছি। পদার্থবিদ্যার ইতিহাসে অন্যতম সেরা তাত্ত্বিক হিসেবে বিবেচনা করা হয় স্টিফেন হকিংকে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শারীরিকভাবে তিনি অনেকটাই অচল। তবে হুইলচেয়ারে বসে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছেন তিনি। ৮ জানুয়ারি স্টিফেন হকিংয়ের ৭০তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে তাঁর একটি সাক্ষাত্কার নেয় ‘নিউ সাইন্টিস্ট’ সাময়িকী। সাক্ষাত্কারে আধুনিক বিজ্ঞানের বর্তমান অবস্থা এবং তাঁর প্রত্যাশা নিয়ে কথা বলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। উত্তর দেন বিজ্ঞানের নানা জটিল সব প্রশ্নের। তবে নারীদের প্রসঙ্গ উঠতেই হকিংয়ের মন্তব্য, ‘নারী, তারা মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য।’ ওয়েবসাইট সূত্র এখানে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।