!
ভয় পাবার কোনো কারণ নেই,ছবি ব্লগ হলেই যে ছবি নিজের তোলা হবে তা কে বলেছে।
মহাবিশ্বের কিছু অসাধারণ ছবি দিলাম, দেখে অবশ্যই মজা পাবেন।
এই ছবিটা Messier 106 নামক এক সর্পিলাকার ছায়াপথের।
অবলোহিত রশ্মিতে তোলা Trifid নীহারিকা।
একজোড়া সর্পিলাকার ছায়াপথ।
এই ছবিটা বব নামক এক তারকা গুচ্ছের।
ক্র্যাব নীহারিকার ছবি।
ঈগল নীহারিকার ছবি!
তারানতুলা নীহারিকা।
ঘোড়ারমাথা!! (Horsehead) নীহারিকা। ২০০১ সালে নাসা'র এক জরিপে হাবল টেলিস্কোপে তোলা সেরা ছবির তালিকায় শীর্ষ স্থান অধিকার করে এই ছবিটি।
Pillar of Creation নামে খ্যাত ঈগল নীহারিকার আরো একটি ছবি!
NGC 4414 নামক একটি সর্পিলাকার গ্যালাক্সি।
একটি ব্যতিক্রমী রিং গ্যালাক্সি!
একটি বিখ্যাত সর্পিলাকার ছায়াপথ (Sombrero Galaxy).
আমাদের সবচেয়ে কাছের সর্পিলাকার ছায়াপথ (মাত্র ২৫ লক্ষ আলোক-বর্ষ দূরে): Andromeda Galaxy!!
আমাদের ছায়াপথ আকাশগঙ্গা (Milky Way).
কেমন লাগল মহাকাশ ভ্রমণ?
বি.দ্র.সব ছবি উইকিপিডিয়া থেকে নেওয়া হয়েছে। NASA র সব ছবিই পাবলিক ডোমেইনে- নিজের মনে করে ব্যবহার করতে পারেন!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।