ইসরাইলি সেনারা অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনের চারটি বসত-ভিটা গুড়িয়ে দিয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ড অবৈধভাবে দখল করে প্রতিষ্ঠিত ইসরাইলের কর্মকর্তারা দাবি করেছেন, ফিলিস্তিনিদের এসব ঘর-বাড়ি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। এ ছাড়া, এসব বাড়ি ইসরাইলের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন 'হাসমোনিয়ান' প্রাসাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছিল বলে তেলআবিব দাবি করেছে। জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা- ইউএনআরডাব্লিউএ'র পরিসংখ্যান অনুযায়ী, ইসরাইলি সেনারা ২০১০ সালে ফিলিস্তিনিদের ৪৩১টি বাড়ি ভেঙে দিয়েছে। এ ছাড়া, দখলদার সেনারা ২০১১ সালের প্রথম ছয়মাসে ধ্বংস করেছে ফিলিস্তিনিদের ৩৫৬টি বাড়ি। ইসরাইলের এ ধ্বংসাত্মক তৎপরতার ফলে ২০১১ সালে অন্ততঃ ১০০০ ফিলিস্তিনি তাদের সহায়-সম্বল হারিয়েছেন। ইসরাইল একদিকে ফিলিস্তিনিদের ঘর-বাড়ি ভেঙে দিচ্ছে, অন্যদিকে জর্দান নদীর পশ্চিম তীর ও পূর্ব বাইতুল মোকাদ্দাসে গড়ে তুলছে হাজার হাজার অবৈধ ইহুদি বসতি। জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজ ইসরাইলকে অধিকৃত ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণ বন্ধের আহবান জানালেও তা মানতে অস্বীকৃতি জানিয়েছে তেলআবিব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।