আমাদের কথা খুঁজে নিন

   

ফিলিস্তিনিদের ঘর-বাড়ি ভেঙে দিয়েছে দখলদার ইসরাইল

ইসরাইলি সেনারা অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনের চারটি বসত-ভিটা গুড়িয়ে দিয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ড অবৈধভাবে দখল করে প্রতিষ্ঠিত ইসরাইলের কর্মকর্তারা দাবি করেছেন, ফিলিস্তিনিদের এসব ঘর-বাড়ি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। এ ছাড়া, এসব বাড়ি ইসরাইলের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন 'হাসমোনিয়ান' প্রাসাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছিল বলে তেলআবিব দাবি করেছে। জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা- ইউএনআরডাব্লিউএ'র পরিসংখ্যান অনুযায়ী, ইসরাইলি সেনারা ২০১০ সালে ফিলিস্তিনিদের ৪৩১টি বাড়ি ভেঙে দিয়েছে। এ ছাড়া, দখলদার সেনারা ২০১১ সালের প্রথম ছয়মাসে ধ্বংস করেছে ফিলিস্তিনিদের ৩৫৬টি বাড়ি। ইসরাইলের এ ধ্বংসাত্মক তৎপরতার ফলে ২০১১ সালে অন্ততঃ ১০০০ ফিলিস্তিনি তাদের সহায়-সম্বল হারিয়েছেন। ইসরাইল একদিকে ফিলিস্তিনিদের ঘর-বাড়ি ভেঙে দিচ্ছে, অন্যদিকে জর্দান নদীর পশ্চিম তীর ও পূর্ব বাইতুল মোকাদ্দাসে গড়ে তুলছে হাজার হাজার অবৈধ ইহুদি বসতি। জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজ ইসরাইলকে অধিকৃত ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণ বন্ধের আহবান জানালেও তা মানতে অস্বীকৃতি জানিয়েছে তেলআবিব।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.