আমাদের কথা খুঁজে নিন

   

ভালো লাগেনা------------যদি একটু ভাবো

আবল তাবল ৬৯ ভালো লাগেনা ভালো লাগেনা কিছু ভালো লাগেনা আমার। শীতের কুয়াশা কুয়াশা ভোরে তুমি যদি থাকো অভিমানে দুরে সরে, হৃদয় উষ্ণ চায়ের পেয়ালার মত যায় জুড়িয়ে কিছু ভালো লাগেনা আমার। ফাগুনের মিষ্টি বাতাসে গভীর রাতে যখন চাঁদ হাঁসে, তুমি না থাকলে পাশে শিহরণ জাগে না আমার। গ্রীষ্মের প্রখর দুপুরে, যদি মিষ্টি ভালোবাসার সুরে ছন্দ না ওঠে ওই নূপুরে, বেদনায় মন যায় দুরে সরে কিছু ভালো লাগেনা আমার। শ্রাবণের অলস বিকালে যদি তুমি নাই এলে বৃষ্টিও ভালো লাগেনা আমার। শরতের পেঁজা মেঘ যদি তোমার ছবি না আঁকে ঐ আকাশে হেমন্তের উদাসী বাতাসে যদি তোমার এলো চুল না ভাসে কিছু ভালো লাগেনা আমার। ---ভালো লাগেনা - আশোক কুমার সাধুখান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.