আমাদের একটা মানুষের সমাজ লাগবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুন ইয়ং ছাত্রলীগ বাহীনি আজকে তাদের স্মরনে রাখার জন্য আবারো রড, স্টাম্প নিয়ে মাঠে নামল। বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের বাণিজ্যিক নাইট কোর্স বন্ধের জন্য ছাত্র ফেডারেশন সহ অন্যান্য প্রগতিশীলছাত্র সংগঠনগুলো সকাল থেকেই ভর্তি পরীক্ষা বন্ধ করার জন্য বিভাগের সামনে অবস্থান নেই। আমাদের কঠোর অবস্থানের কারণে প্রশাসন ও সঙ্গীত বিভাগ বাধ্য হয় পরীক্ষা স্থগিত করতে। বেলা ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডিপার্টমেন্টের স্যার ম্যাডাম দের পেয়ারের বান্দারা আমাদের কর্মীদের সাথে কয়েক দফায় হাতাহাতি করার চেষ্টা করে, এমনকি নিজেদের জামা ছিড়ে তারা দায় আমাদের উপরে চাপানোর চেষ্টা করে। বেলা ১.৪৫ টার দিকে আমরা মিছিল নিয়ে নেমে আসলে সংগীত বিভাগের কিছু শিক্ষক ও ছাত্রদের মদদে ৩০ থেকে ৪০ জন ছাত্রলীগের ক্যাডার রড, স্টাম্প নিয়ে হামলা করে।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের প্রচার সম্পাদক মাহফুজুর রহমান শামীম ইটের আঘাতে কোমরে আঘাত পান, আহত হন আরো ৫ থেকে ৭ জন। আমরা স্থিত হয়ে পাল্টা ধাওয়া দিলে স্টাম্প রড ফেলে তারা দৌড়ে হলের দিকে চলে যায়। কয়েকজনকে শনাক্ত করে প্রক্টরের কাছে নাম প্রদান করি। ন্যাক্কার জনক এই হামলার প্রতিবাদ জানানোর ভাষা জানা নেই। এই আঘাত বাণিজ্যীকিকরনের বিরুদ্ধে প্রগতীশীল ছাত্র সংগঠনগুলোর লড়াইকে আরো প্রত্যয়ী করবে।
রবিবারে আমরা এই হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের আহবান করেছি, সকলকে আহবান জানাই একাত্ম হোন। পাবলিক বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ন প্রাইভেট বানানোর ঘৃণ্য ইউ.জি.সি(ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন) অপততপরতা আমরা সফল হতে দেবনা।
সময়টা প্রতিকুল।
তবুও মাঝে মাঝে এমন সময় আসে যখন জীবনের চেয়ে সম্মানের মূল্য বেশী নির্ধারণ করতে শিখতে হয় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।