আমাদের কথা খুঁজে নিন

   

মুভি Hotel Rwanda - এক অসাধারণ বীরের সাহসিকতা এবং সত্য ঘটনা।

আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। মনে হয় না এর থেকে বেশী কিছু চাওয়ার আছে। গতকাল রাতেই এই মুভিটি দেখেছি। কি কারণে জানি আগে দেখা হয়নি। দেখা শেষ করেই বুঝে ফেলেছি আমার জীবনে দেখা সেরা একটি মুভি আজ আমি দেখলাম।

সত্য ঘটনা নিয়ে নির্মিত এক অসাধারণ মুভি দেখলাম। জানতে পারলাম সংঘটিত এক ভয়াবহ গণহত্যা এবং একইসাথে এক অসাধারণ বীর মানুষের কথা। পরে দেখি এতক্ষণ যা দেখলাম তা সম্পূর্ণ সত্য ঘটনা। বিশ্বাস করতে পারছিলাম না প্রথমে। পরে খুজে দেখলাম সব সত্যি।

মুভিটির নাম ‘Hotel Rwanda’। মুক্তি পেয়েছিলো 2004সালে। পরিচালক ছিলেন Terry George। মুক্তি পাওয়ার পরেই সবদিক থেকে ব্যাপক প্রশংসিত হয়েছিলো এই মুভি। এমনকি ৩টি বিভাগে অস্কার নমিনেশন পেয়েছিলো।

প্রথমে মুভিটির ছোট বর্ণনা দেই....... মুভিটির সময় 1994 সালের। আফ্রিকার ছোট একটি দেশ Rwanda। দেশটির মানুষদের উপর যখন চরম দু:সময় এসে হাজির হয়েছিলো। দেশের মানুষদের মাঝে ২টি সম্প্রদায় ছিলো। একটি হলো Hutu আর অপরটি হলো Tutsi।

এইসময় ক্ষমতাশালী Hutu সম্প্রদায়ের মানুষ ও আর্মীরা ‘বিশ্বাসঘাতক’ নাম দিয়ে Tutsiদের উপর ঝাপিয়ে পড়ে। নির্বিদ্ধায় হত্যা করতে থাকে তাদেরকে। Paul Rusesabagina একজন মধ্যবয়স্ক লোক। স্ত্রী ও তিন ছেলেমেয়েকে নিয়ে ছিলো তার সংসার। ৪তারকা হোটেল Sabena Hôtel des Mille Collines এ সে Assistance manager পদে কাজ করতো।

যেদিন এই নির্মম গণহত্যা শুরু হলো তার পরেরদিনই সে নিজের জীবন ঝুকি নিয়ে Hutu army দের কাছে থেকে নিজের পরিবার ও প্রতিবেশীদের উদ্ধার করে হোটেলে নিয়ে আসে। জাতিসংঘ এর সেনাদের দিয়ে পাহারা দেয়া ছিলো হোটেলটিতে। তাই কেউ তখন এখানে হামলা করার সাহস পায়নি। Paul এর ধারণা ছিলো ২/৩দিনের মাঝে বিদেশী বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দিবে। সবাইকে উদ্ধার করবে।

কিন্তু তারা ছিলো কালো আর অসহায় এক জাতি। ক্ষমতাশীল বিদেশী রাষ্ট্রদের কাছে যাদের কোন মূল্যই নেই। তাই আমেরিকা, ব্রিটেন কোন দেশই এখানে সাহায্য করতে আসে না। তাই Paul এর ধারণা ভেঙ্গে দিয়ে কয়েকদিন পর বিদেশী সেনারা এসে তাদের নিজেদের লোকদের হোটেল থেকে নিয়ে যায়। পিছনে সেই হোটেলটিতে ফেলে যায় ১২৬৮জন মানুষদেরকে।

যাদের হাতে এখন আর বেশি সময় নেই। যেকোন সময় হত্যাকারীরা এখানে আক্রমণ করে সবাইকে মেরে শেষ করে ফেলবে। কিন্তু অসীম সাহসী Paul তাতে দমে যায় না। সে নানা জায়গায় ফোন করে এই চরম বিপদ থেকে উদ্ধার পাবার চেষ্টা করতে থাকে। জীবনের ঝুকি নিয়ে সবার জন্য খাবার কিনতে বাইরে চলে যায়।

আর্মির লোকজন যখন হোটেলের সবার আসল পরিচয় জানতে গেষ্ট লিস্ট দেখতে চায় তখন ভুল তথ্য তুলে দেয় তাদের হাতে। আর্মির জেনারেলের সাথে ছিলো Paul এর কিছুটা ভালো সম্পর্ক। জেনারেলকে নানা মিথ্যে আশ্বাস ও ভয় দিয়ে সে বেশ কয়েকবার হোটেলের সবার জীবন বাচায়। এমনকি সে যখন পরিবার নিয়ে অন্য দেশে চলে যাবার সুযোগ পায় এইসব অসহায় মানুষদের কথা চিন্তা করে সে জীবনের ঝুকি থাকা সত্ত্বেও সে তাদের সাথে থেকে যায়। অপেক্ষা শুধু কয়েকটি দিনের জন্য।

তাদের সবাইকে নিরাপদে নিয়ে যেতে জাতিসংঘের সেনারা আসবে। শুধুমাত্র সেই দিনটির জন্য কোনমতে বেচে থাকা। কিন্তু প্রতিটি মিনিট চরম আতঙ্কে কাটছে সবার। হত্যাকারী সবার ধারণা এই হোটেলে বিশ্বাসঘাতকরা লুকিয়ে আছে। যেকোন সময় সবাইকে মেরে ফেলার জন্য হামলা করবে এইসব হত্যাকারী পশুরা।

তাহলে কি হবে এই ১২৬৮জন নিরীহ মানুষদের পরিণতি ???? জীবনের সেরা একটি মুভি খুব মনোযোগ দিয়ে ২ঘন্টা সময় নিয়ে দেখলাম। সেই সময়ের অস্হির সেই পরিস্হিতি....জীবন-মৃত্যুর মাঝে চরম সেই টেনশনের পুরোটা পরিচালক এই মুভিতে নিয়ে আসতে পেরেছেন। যতটুকু সময় মুভিটি দেখছিলাম পুরোটা সময় এক আতঙ্ক...এক চরম টেনশন কাজ করছিলো মনে। এই বুঝি হত্যার জন্য সবার উপর হামলা করা হচ্ছে!!! রাস্তায় যখন সবার উপর গাড়ির উপর হামলা করা হয় এবং হোটেলে যখন হামলা হয় সেই সময়ে আমার মনের অবস্হা বলে বোঝাতে পারবো না। Paul Rusesabagina এর চরিত্রে Don Cheadle অসাধারণ এবং মনে রাখার মতো অভিনয় করে গেছেন।

মুভিটি যারা এখনো দেখেননি তারা বুঝতেই পারছেন না কেমন অসাধারণ একটি মুভি মিস করে ফেলেছেন। দেখে ফেলুন তাড়াতাড়ি। মুভিটির IMDB রেটিং হলো 8.3/10। কিন্তু আমার পারসোনাল রেটিং হলো 9/10 । এই লোকটির নাম হলো Paul Rusesabagina ।

উনিই হলেন সেই অসাধারণ বীর...চরম সাহসী....অন্যমনের সেই মানুষটি। তিনি নিজে ছিলেন Hutu সম্প্রদায়ের। তার কোন বিপদই ছিলো না। আর্মির জেনারেলের সাথে তার ছিলো ভালো সম্পর্ক। খুব সহজেই নিজে এবং পরিবারকে নিয়ে তিনি নিরাপদে সরে যেতে পারতেন।

কিন্তু নিজের জীবনের মায়া সম্পূর্ণভাবে ত্যাগ করে চরম সাহসী এই মানুষটি ১২৬৮জন মানুষের জীবন বাচিয়েছিলেন। অবিশ্বাস্য মনে হতে পারে এই কথা। কিন্তু একবিন্দু মিথ্যে নেই এই কথার মাঝে। এই লোকটির মতো সাহসী মানুষদের জন্যই আমাদের এই পৃথিবী আজো স্বপ্ন দেখে। মূলত উনার জীবন এবং চরম সাহসী ও অসাধারণ সেই অভিজ্ঞতা নিয়েই মুভিটি নির্মাণ করা হয়েছিলো।

মুভিটি সম্পূর্ণ সত্য ঘটনার বর্ণনায় নির্মিত। কিন্তু বাস্তব ঘটনার সাথে মুভিটির ৩টি ঘটনার পরিবর্তন হয়েছিলো। সেগুলো হলো..... ১. Paul যখন ভিসা পেয়েও হোটেলের অসহায় মানুষদের ছেড়ে না গিয়ে তার পরিবারকে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন তার স্ত্রী তার এই সিদ্ধান্তে বিন্দুমাত্র রাগ করেনি। বরং মন খারাপ করেছিলো। আর Paul থেকে যাবার এই সিদ্ধান্ত হঠাৎ করে নেয়নি।

আগেরদিন রাতে নিজের স্ত্রীর সাথে আলাপ করেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো। ২. Paul এবং তার পরিবার Hôtel des Mille Collines থেকে পালানোর পর সাথে সাথে নয়। প্রায় ২বছর পর দেশ ছেড়েছিলো। ৩. মুভিটি দেখে সত্যিকারের Paul বলেছিলেন বাস্তবে যে গণহত্যা আর নিশংসতা হয়েছিলো তার অনেক কম মুভিতে দেখানো হয়েছে এবং তা না দেখিয়ে ভালো হয়েছে। কারণ এই চরম নিশংসতা অনেক মানুষ সহ্য করতে পারবেন না।

এরা হলো সেই নরপশু। যাদের নির্দেশ ও অংশগ্রহনে সেই সময়ে প্রায় ১০,০০,০০০ লক্ষ নিরীহ..অসহায় মানুষদের জীবন হারাতে হয়েছিলো। এই সংখ্যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ২০%!!! এরা এখন আছে বিচারের কাঠগড়ায়। উপযুক্ত ও কঠোর বিচার চাই এদের। মুভিটি দেখার পর একটি ব্যাপার নিয়ে মনটা খুব খারাপ হয়ে গেলো।

যারা দেখেছেন তারা এবং যারা এখনো দেখেননি তারা দেখলেই বলতে পারবেন এই মুভির মূল শক্তি ছিলো Paul এই সাহসী চরিত্র. গল্প, চিত্রনাট্য আর পরিচালনা। সম্মূখযুদ্ধের দৃশ্য একেবারেই নেই এই মুভিতে। আর তাই কোন স্পেশাল/ভিজ্যুয়াল এফেক্ট এর কঠিন ব্যবহার এই মুভিতে একেবারেই নেই। আমাদের নিজেদের রয়েছে ১৯৭১সালের এক গৌরবময় ইতিহাস। আর আছে Paul এর মতো সেই সময়ের অসাধারণ অনেক বীরের গল্প ছড়িয়ে।

আমাদের হাতে আছে ভালো অভিনেতা, পরিচালক, স্ক্রিপরাইটার সবাই। আমার মতে সঠিক পরিকল্পনা থাকলে এরকম একটি মুভি আমরা খুব খুব সহজেই নির্মাণ করতে পারতাম। সবাই বাজেট আর টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে আমাদের অসহায়ত্ব এর কথা বলে। তাদেরকে বলছি আগে এই মুভিটি দেখুন। তারপর কথা বলতে আসুন।

এমন কি আছে এই মুভিতে যা আমরা পারবো না সেটা আমাকে বোঝান। তাহলে আজ ৪০বছর পরও আমরা এরকম একটি অসাধারণ মুভি কেন আজো নির্মাণ করতে পারছি না ? কেন পারছি না বিশ্ববাসীকে দেখানোর মতো আর গর্ব করার মতো একটি মুভি নির্মাণ করতে ?? তরতাজা টরেন্ট ও মিডিয়াফায়ার ডাউনলোড লিংক...... টরেন্ট লিংক টরেন্ট মিডিয়াফায়ার....... Password: mediafire4u.com পার্ট ১ পার্ট ২ পার্ট ৩ পার্ট ৪ পার্ট ৫  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.