আমাদের কথা খুঁজে নিন

   

দেশের সুগার মিলগুলো বছরের পর বছর লোকসান গুনছে.....আর ভারত থেকে ২৫হাজার টন চিনি আমদানি করা হচ্ছে : কার স্বার্থে.???

পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারও কাছে তুমিই তার পৃথিবী" আখ চাষীরা আখের দাম পান না...তাই আখ চাষ করেন না। আর পর্যাপ্ত আখ না পেয়ে দেশের সুগার মিলগুলো বছরের পর বছর লোকসান গুনছে.....আর এখন Bangladesh Sugar and Food Industries Corporation প্রতি বছর হাজার হাজার টন চিনি ভারতসহ অন্যান্য দেশ থেকে আমদানি করছে (বেশির ভাগই ভারত থেকে আমদানি করে থেকে)........দিন দিন আমদানির পরিমান বাড়ছেই। অথচ সরকার এদিকে একটু শক্ত ও সঠিক পদক্ষেপ নিলেই আমরা আমদানি করা চিনির চেয়ে ভাল মানের চিনি নিজেরাই উতপাদন করতে পারি। লোকসানের ভার বইতে না পেরে দেশের অনেক চিনির কারখানাগুলো ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে......। এভাবে যদি দিনে দিনে দেশের সব চিনি কল বন্ধ হয়ে যায়....এবং এক সময় যখন আমরা ১০০% চিনি আমদানি নির্ভর হয়ে যাবো...তখন বিদেশ (বিশেষ করে ভারত) যদি চিনি নিয়ে এক চেটিয়া ব্যবসা করতে চায় তখন আমাদের করার কিছুই থাকবে না। সরকার যদি রাজনৈতিক হানাহানি বাদ দিয়ে একটু চেষ্টা করে তাহলেই দেশের চিনি শিল্পকে স্বয়ং সম্পূর্ণরূপে গড়ে তুলতে পারে.......আর আমরা চিনি আমদানি করতে যে মূল্যবান বৈদেশিক মূদ্রা ব্যয় করছি, তা একটু ভেবে চিন্তে ব্যয় করা উচিত। এই বৈদেশিক মূদ্রাগুলো এদেশের অবহেলিক প্রবাসী ভাই-বোনদের আর গার্মেটস শ্রমিকদের ঘাম ঝরানো কষ্টার্জিত উপার্জন....তাই এই বৈদেশিক মূদ্রাগুলো ভেবে চিন্তে ব্যয় করা উচিত (যেখানে না হলেই নয় এমন খাতে)....................... চিন আমদানির খবর জানতে এখানে ক্লিক করুন..... Bangladesh issues tender for 25,000 tonnes of sugar ........Bangladesh Sugar and Food Industries Corporation প্রতি বছর হাজার হাজার টন চিনি ভারতসহ অন্যান্য দেশ থেকে আমদানি করছে (বেশির ভাগই ভারত থেকে আমদানি করে থাকে)  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.