আমি প্রায় দুই বছর সামু চালাই একটা জিনিষ খেয়াল করলাম যে (যদিও রেজিস্টেশন করেছি ৪ মাস আগে ) বেশিরভাগ ব্লগাররা আওয়ামীলীগ এবং বাল আলোর বদনাম করে বিএনপির বদনাম অনেক কম করে আচ্ছা সামুর বেশিরভাগ ব্লগার কি বিএনপি সাপোর্ট করে নাকি দেশে আরেকটা দল আসছে যারা আওয়ামীলীগ বিএনপি জামাত কিছুই সাপোর্ট করেনা । আমরা ব্লগের মধ্যে রাজনীতিবিদদের শুধু দোষের কথা শুনতে পাই আচ্ছা বাংলাদেশে কি একটা ও ভাল রাজনীতিবিদ নাই যাকে অনুসরণ করা যায় ব্লগে শেখমুজিব জিয়া ভাসানি এদের সবাইকে নিয়ে কাঁদা ছুড়াছুড়ি হচ্ছে আমরা এদের শুধু দোষ গুলো শুনতে পাই। আমরা নতুন প্রজন্ম কাকে মডেল হিসাবে মনে করব ? সরকার পরিবর্তনের সাথে আমাদের মুক্তিযুদ্বের ইতিহাস পাল্টে যায়। বিএনপি আসলে একরকম শুনি আওয়ামীলীগ আসলে একরকম শুনি। আমি মুক্তিযুদ্বের সময় ছিলাম না তাহলে আমি কাদের দেয়া ইতিহাস পড়ব আওয়ামীলীগের নাকি বিএনপির ? উল্লেখ্য আমি বর্তমানে কোন দল সাপোর্ট করিনা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।