অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি
অদ্ভুত আমলাবাজি আপনাদের। ভুল করবেন আর সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে তা হয় আপনাদের নীতিমালার সমালোচনা। তারপর পোস্ট হটিয়ে দিয়ে মেইল পাঠিয়ে দেন যে কোনো অভিযোগ থাকলে সেটা কোনো সমস্যায় পাঠাতে কিংবা মেইল করতে। তাই তো করলাম! এই সামহোয়ারে কেমন পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের পক্ষের ব্লগারদের নীতিমালার ফাদে আটকে ব্যান করানো হয়েছিল তার কিছু বাগাড়ম্বর সম্পর্ক মন্তব্য স্ক্রিনশটসহ পাঠানো হয়েছে আপনাদের কাছে। ফিডব্যাক টিম এবং সে টিমের প্রতিটি সদস্যকে পাঠানো হয়েছে সে মেইল।
কিন্তু এখনও আপনাদের কাছ থেকে প্রাপ্তিস্বীকার করে কোনো মেইল আমার হাতে আসেনি। সামহোয়ারে মুক্তিযুদ্ধবিরোধী কোনো লেখা পোস্ট করা যাবে না এই দাবিটা কর্তৃপক্ষ মেনে নিয়েছেন বলে আমরা লেখা-বিরতি প্রত্যাহার করে স্বাভাবিক ব্লগিংয়ে ফিরেছি। কিন্তু যারা এই দাবির জন্য শাস্তি পেলেন তাদের সে শাস্তি অন্যায়- এটা প্রমাণ করার পরও কেনো তুলে নেওয়া হচ্ছে না। যারা সুষ্ঠ ব্লগিংয়ের পরিবেশ আদায় করতে নিক হারালেন, তাদের ছাড়া কিসের ব্লগিং!
কর্তৃপক্ষের প্রতি আবারও অনুরোধ আপনারা বিবেচনা করে দেখুন কোনটা অন্যায়। কারা অসহায় ষড়যন্তোর শিকার।
এবং তাদের শাস্তি দেওয়াটা আরো বড় অন্যায় কিনা নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন। (যদিও আমি ব্যক্তিগত অভিজ্ঞতাতেই যথেষ্ট সন্দীহান এই ব্যাপারে)। আপনাদের বিবেচনার উপর সাধারণ ব্লগারদের ভরসা ফিরেছে, হঠকারিতা করে সেটা নষ্ট করবেন না প্লিজ।
যারা এখনও আনব্যান হননি :
১. নির্ভৃত পথচারী
২. মাহমুদ মামূন
৩. পঞ্চভূজ
৪. বিগব্যাং
৫. মাথামোটা
৬. সংস্থাপক
৭. মিসকল মফিজ
৮. প্রশ্নোত্তর
৯. নাভদ
১০.গুড ফর নাথিং
এই ব্লগারদের অবিলম্বে ব্যান মুক্তির দাবি জানাচ্ছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।