বল বীর! চির উন্নত মম শির!
গতকাল একটা পোস্ট ছিল ব্লগে চিয়ারলিডার্স.......... আমাদের সংস্কৃতির সঙ্গে কতটুকু যায়?....... ।
পোস্টা মুলত নারীদের নিয়েই। নারীদের কি করা উচিৎ কি করা উচিৎ না তা নিয়ে প্রচুর মন্তব্য দেখলাম। দু' একটা বাদে সবই পুরুষ ব্লগারদের। আশ্চর্য হচ্ছে ব্লগে অনেক নারী ব্লগার থাকা সত্ত্বেও তারা তেমন মতামত দেন নি । কেন? তাদের ব্যপার নিয়ে যখন অন্যরা তর্কবিতর্ক শুরু করেছে সেখানে নারীব্লগাররা নিশ্চুপ কেন? পক্ষে অথবা বিপক্ষে তাদের খুব কম মন্তব্যই চোখে পড়ল।
আমাদের দেশের নারীরা কবে নিজেদের পছন্দ অপছন্দের ব্যপার গুলো বলতে দ্বিধা করবে না? সব সময় পুরুষরাই কি তাহলে ঠিক করে দেবে তাদের উচিৎ অনুচিৎগুলো?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।