https://www.facebook.com/chairmanzerozero7
পৃথীবির ইতিহাসের অন্যতম এই বিখ্যাত ঘটনার জন্ম ২০০০ সালে।
রোজার ঈদের বাকি আর ২কি ১দিন। স্কুল ও বন্ধ। কাম বলতে সকাল বেলা উইঠা গামলা ভইরা ভাত গিল্লা ই বাইরে দৌড়।
আর বন্ধুগরে গিয়া চোখমুখ শুকাইয়া কইতাম জানস ? আমি না রোজা ।
বদ পোলাপাইন বিশ্বাস যাইতে চাইতো না। কি আর করা বাধ্য হইয়া হাতের কছম, মাথার কছম ,জিহ্বার কছম দিয়া বিশ্বাস করাইতাম। আর গুনা কাটানোর লাইগ্যা আব্বার কাছ থেকে ১ টাকা লইয়া ঐডা দিয়া মোমবাতি কিইন্না মসজিদে দিয়া আ্ইতাম।
যাক মূল কাহিনী তে আসি। ঐ দিন বহুত কষ্টে একটা রোজা রাখলাম।
সারাদিন আম্মারে দৌড়ের উপর রাখলাম, খালি একটু পর পর জিগাই
আম্মা আর কতক্ষন ?
ইফতারের পরে আব্বা আমারে ডাইকা নিয়া কইলো তুমি আজকে প্রথম রোজা রাখছো তাই ,এই লও ৫০ টেকা।
আমারে আর দেহে কেডা ? অবশ্য যতোটা না খুশি হইছিলাম তার চাইতে বেশি হইছিলাম বেজার
কারন এমন ইনকাম হইবো জানলে তো আরো রোজা রাখতাম। যাই হোক টেকা পকেটে লইয়া গেলাম বাইরে। গিয়া তো আমার ভাব দেহে কেডায়। মনে হয় বাংলা ছবির কোটিপতি বাপের একমাত্র পোলা দেশে আইছে।
সবাইরে খালি কই টেকার কথা।
এক বন্ধু কয় দোস্ত লও বোমা কিনি।
আমি কই বোমা দিয়া করমু কি?
দোস্ত কয় খলিল কাকার বাসার সামনে ফুডামু।
মনে নাই ঐ বেডায় মিলাদ পড়তে গিয়া কথা কইছিলাম দেইখা আমাগোরে মসজিদ থাইক্যা বাইর কইরা দিছিলো ?
নগদে চউক্ষের সামনে ভাইসা উঠলো সেই জিলাপি , তবারক না পাওয়ার দুঃসহ স্মূতি।
নাহয় মিলাদের সময় একটু আলিফ লায়লার কাহিনি লইয়া আলাপ আলোচনা করছিলাম , তাই বইলা কান ধইরা সবার সামনে বাইর কইরা দিবো? তাও আবার তবারক দেওয়ার ৫ মিনিট আগে ?
দোস্তের কথা হুইনা লগে লগে বাংলা সিনেমার ভিলেন গো মতো মনে প্রতিশোধের আগুন জ্বইলা উঠলো
সাৎ কইরা ২০ টেকা দিয়া৫ টা ৪ টেকা দামি চলকেট বোমা কিনলাম।
৩ বন্ধুরে ৩ টা দিলাম আর আমি লইলাম ২ টা। যেহেতু আমার টেকা তাই আমি ২ টা ফুডামু। বন্ধুরা হালকা মাইন্ড খাইলো। যাউক গা গোনার টাইম নাই,
সবাইরে কইলাম বাংলা ছিনেমা তে নায়ক জসিম রে দেহছ না কেমতে বোমা মারে ঠিক হেমতে না মারতে পারলে আমার টাকা ফিরত দিবি। এক দোষ্তে খবর আনলো খলিল কাকা বাসায় নাই।
তারাবির নামাজে গেছে। খবর হুইনা দোস্তরা আবেগের ঠেলায় শীতের রাত হওয়া সত্বেও লুংগি তুইল্লা কাছা মাইরা লইলো। আমি মুখে বান্দলাম আমার মাফলার । কইলাম আমি ১,২,৩ কইলে সবাই এক লগে বোমা মারবি।
সবাইরে পজিশনে খাড়া করাইয়া দিয়া কইলাম .১,২ .........................৩ আর কওনের টাইম পাইলাম না আমার সেই দোস্ত যে আমার বই আনছিলো ঐ শালা দিলো বোম ফাটাইয়া দেখাদেখি অন্যরাও দিলো ফাটাইয়া।
সামুর যেই মামুরা চলকেট বোমা ফাডাইছেন হেরা জানেন ঐডার সাউন্ড কেমুন ? আমি আর ছাগলের ৩ লম্বর বাইচ্চার মতো না খাড়ায়া থাইকা প্রথম টা দিলাম ফাডায়া। কিন্তু আরেকটা তো অহনো আছে...৫টেকা দিয়া কিনছি না ফুডাইলে কেমতে হয় ? আবার মনের ঝালটা ও তো মিটাইতে হইবো। যেই না আগুন জ্বালাইছি লগে লগে কাক্কু দৌড়াইয়া ঘড় থাইক্কা বাইর হইলো। আমার হাতে তখন জ্বলন্ত বোমা।
না পারি ফালাইতে না পারি হাতে রাখতে।
ঐদিকে বন্ধুরা সব আমারে ভাল্লুকের সামনে রাইখা ভাগছে।
আমি আস্তে কইরা বোমাটা এক সাইডে ফালাইয়া দিলাম । কাক্কু দেহি সাউন্ড হুইনা লুংগি তুইল্লা মারলো এল লাফ। আর আমিও চিনেমা হলে না গি্যাই চাঁদনী রাতের আলোতে বিনা পয়সা্য় আনসেনসরড মুভি অবলোকন করলাম। লগে লগে চউক্ষের পলকে উসাফা পাওয়েল এর লাহান দিলাম এক দৌড়।
আর কা্ক্কু আমার পিছন পিছন দৌড়ায়।
আর হের মুখ দিয়া হমানে খনার বচন ( #*$@^*!!`) বাইর হইতাছিলো। কপাল খারাপ তাই একটু পরেই ধইরা ফালাইলো। আমারে চাপ দিতেই আমি সবার নাম কইয়া দিলাম। কাকায় আমাগোরে লইয়া গেলো আব্বার কাছে।
আব্বা কয় সবাই মিইল্লা মাফ চা।
কি আর করা , খাইলাম একটা বাশ মারা।
চাইলাম মাফ, ছাড়লো বাপ
পরের কাহিনি হুনবার চান ?
ঈদের দিনে চইল্লা যান।
কেউ দিলোনা সেলামি
এ কি করলাম বোকামী।
আর জীবনে বোমা ফুডাই নাই।
প্রিয় ব্লগার ভাই বোনেরা ,আমার লেখা এই সিরিজের বাকি পর্ব গুলো পরতে নিচের লিন্কে ক্লিক করুন।
আর কেমন হলো জানাতে ভুলবেন না কিন্তু নইলে পরের বাজি, পটকা গুলো আপনাদের বাসার সামনে ......
১ম পর্ব
২য় পর্ব
৩য় পর্ব
৪ র্থ পর্ব
৫ ম পর্ব
৬ ষ্ট পর্ব
সবাই ভালো থাকুন। শুভকামনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।