আমাদের কথা খুঁজে নিন

   

লেংটা বেলা -টু- বুইড়া বেলা ৮ ম পর্ব ১৮ +

https://www.facebook.com/chairmanzerozero7 ফিরি পাইছি তো তাই এতোগুলান হাসির ইমো দিছি। মাইন্ড লইয়েন না। বুড়া বুড়ি, ল্যাদা বাইচ্চা ইয়ং চুইট সিসটার এন্ড বেরাদার যে যেইখানে আছেন জায়গায় বেরেক মাইরা বইয়া পড়েন। আইজকা আফনেগো হুনামু আমার অনন্য এক লুল কাহিনি কাহিনির শুরু কেলাস সেভেনে। একদিন কেলাসে গিয়া দেহি সেরাম সুন্দরি এক মাইয়া আমাগো ক্লাসে নয়া ভর্তি হইছে।

দূর থাইক্কা পরথম দর্শনেই মনের ভিতরে মিউজিক ছাড়া গান বাইজা উঠলো " তোমায় দেখলে মনে লয় হাজার কেলাস তোমার লগে ছিলো পরিচয়'' এমন সময় ছিনেমার এডের লাহান আতকা ( হঠাত) স্যার আইয়া হাজির। আইয়াই আমারে পড়া ধরল , আমিও খাইলাম কট। স্যার কয় খাড়ায়া থাক। আমি নতুন ময়নার সামনে ইজ্জত বাচানোর লাইগ্যা কই স্যার আমার হাডু বেদনা। স্যার কয় তাইলে বেন্চের উপর উইঠা ব।

শাস্তি তোরে আজকে দিমুই। কি আর করা বেন্চের উপর সার্কাসের বান্দরের লাহান বইয়া রইলাম ক্লাসের শেষ পর্যন্ত। আমার মান,মর্যাদা, জৌলুশ সব বানের পানির লাহান ভাইসা গেলো গা। স্যার গেলে ঐ মাইয়া দেহি ফিকফিকাইয়া কি হাসি রে, মনে লয় যেন বিয়া লাগছে। একটু পরে দেহি মাইয়া আমার দিকে চায়।

আরেকটু পরে দেহি আবার চায়। আমিতো কই কাম সারছে মাইয়া সিউর আমার লাইক বাটনে ক্লিক মারছে। অহনে আমারে শুধু ওর পোক বাটনে ক্লিক করতে হইব। টিফিনের বেরেকে আর বাসায় গেলাম না। মাইয়ার পিছন পিছন ঘুরি।

হঠাত মাইয়া আমার সামনে আইয়া কয় তুমি আমার পিছনে ঘুরো কেন? মাইয়ার কথার জবাব দিমু কি ? তার চউখ দেইখা আমার জবান বন্ধ। (মাইয়া দেহি ট্যারা। চইখ দেখলে মনে হয় কে্উ গুগলে সার্চ অপশন টিপ দিয়া ছাইরা দিছে আর ইন্টারনেট স্পীড কম থাকনে ঐ বল ২ ডা ঘুরতাছে। ) কুনোমতে কইলাম তাইলে এতক্ষন তুমি আমার দিকে চাও নাই ? হে কয় বলদায় কয় কি?তুমি কি সালমান শাহ? মান ইজ্জতরে সমপ্রদান কারকে দান কইরা দিয়া বাকি কেলাস না কইরা ভাংগা হার্ট লইয়া বাসায় আইয়া পড়লাম। আইয়া দেহি টিভিতে রাজিব গুন্ডার ছবি।

হেরে আবার আমি বালা পাই। (সব ছিনেমাতে নায়কের বইনের ইজ্জত লুটে তো তাই) বিরহ ভুইলা খুটি গাইরা বইয়া গেলাম। ওরে মোর খোদা কাহিনি দেখি পুরা আমার লগে সেইম টু সেইম মিল। (রাজীব না জাইনা এক কানা মাইয়ার প্রেমে পড়ে, যখন জানতে পারে মাইয়্যা কানা তবু ও ভালবাসার কথা কয় আর নায়িকা খুশীতে তেনারে বুকের মাঝে এমুন যাতা দেয় যে মাঝখানে এক দলা আটা রাখলে ঐটাও শিউর রুটি হয়া যাইতো। ) বাকি ছবি না দেইহা জোশের চোটে লাভ লেটার লেখতে বইয়া গেলাম।

পিয়ার কিয়া তো ডারনা কিয়া। লিখছিলাম অনেকটা এই রকম (কবিতায় কবিতায় লিখলাম এখন) সুনয়না , ( ? এতো বড় মিছা কথা কেন লিখছিলাম আজো ভাবি) তোমার ঐ বড়ো বড়ো চউখ দেইখা কাপে আমার বুক ( যে চউখ !!! বুক তো কাপবোই) তুমি আমার চাদনি রাতের একটু খানি আলু ( আলো বানান ভুল লেখছিলাম) তুমারে না দেখলে পরে লাগে না যে ভালো। নতুন আইছো ক্লাসে কালকে থেইকা বইসো কইলাম তুমি আমার পাশে তোমারে বালা পাই ,অফার দিলাম তাই পিলিয তুমি স্যাকা দিয়া কইয়ো না আমায় ভাই। রাজি যদি নাও থাকো স্যার রে কইয়ো না আমার বাপে জানতে পারলে আস্তো রাখবো না। ইতি তোমার হতভাগা চেয়ারম্যান।

পরের দিন মাইয়ারে দিলাম চিঠি মাইয়া ছিড়া করলো কুটিকুটি জাইনা গেলো স্যারে ধরলো আমার ঘাড়ে। স্যার গেলে গা রাগে মাথা বিলা হইয়া গেলো। দোস্তরে কইলাম এই মাইয়ারে আমি চাই ই চাই। দোস্ত কয় ল আমার লগে। আমারে লইয়া গেলো এক ফকির বাবার কাছে ,গিয়া কইলাম বাবা আমি একজনরে বালা পাই।

বাবা দেহি আমার কথা থুইয়া সিদ্দি টানা্য় ব্যস্ত। ধোয়ায় ঘর ভইরা গেসে দেইখা ফায়ার সার্ভিসে খবর দিমু কিনা ভাবতেসি এমুন সময় বাবা মুখ খুললো। কি বুঝলো কেডা জানে আমারে কইলো এই বয়সে পেরেম ? লুংগির গিট্টু বানবার পারস তো না মায়ে বাইন্ধা দেয় ? আইচ্ছা আইছস যহন পানি পড়া টা লইয়া যা। খাওয়াইয়া দিছ,কাম হাসিল হইবো। বাবার হাদিয়া দিছিলাম এক প্যাকেট নেভী চিগারেট।

পানি পরা তো আনলাম অহনে খাওয়াই কেমতে ? পরের দিন সকালের এসেম্বলী কইরা কেলাস আইতেই আমার দোস্ত হেরে কয় তুমার মুখটা হুগনা হুগনা লাগে কেন ? পানি খাইবা? মাইয়া তো ভালা মনে খাইলো পানি আর আমি দিলাম খুশিতে এক চিল্লানি। রাইতে আমার গুম আহেনা চিন্তায়। মনে মনে কইতাছি মাইয়া ও মনে লয় বাংলা সিনেমার লাহান না ঘুমাইয়া আমারে মনে কইরা কোল বালিশের উপর দিয়া কি জানি জুলুম করতাছে। পরের ২ দিন জ্বরের কারনে স্কুল এ যাইতে পারি নাই। এর পরে কেলাস এ গিয়া দেখি আমার দোস্তে আর ঐ মাইয়া এক লগে বইয়া আলগা পিরিতে বিজি।

আমি হেরে ডাইকা কইলাম কিরে তোর ভাবির লগে বইছস কেন? সইরা ব। ওয় ক্য় দোস মাইন্ড খাইস না আমি ওরে প্রপোজ করছিলাম ওয় ও রাজি। হুইনা আমার বুকের ভিতর দিয়া ৮ মাত্রার ভুমিকম্প আর সুনামি বইয়া গেলো। মনের দু;খে ইস্কুলের টয়লেটে গিয়া এক ফোটা কাইন্দা আইলাম। ঐ হমুন্দির পোলার লগে পরে ১ মাস কথা কই নাই।

আমার খাশ দিলের অভিশাপে ওগো প্রেম ও বেশিদিন টিকে নাই। বাসায় ধরা খাইয়া বন্দু আমার সোজা হইয়া গেছিলো। ভাবতাসেন বাসায় জানলো কেমতে? কেডায় খবর ডা দিছিলো? ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; আর কেডা..........................আফনেগো এই চেয়ারম্যান আগের পর্ব গুলো যারা পড়েন নি , পড়ে দেখুন আশা করি ভালো লাগবে । আর আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন। ১ম পর্ব ২য় পর্ব ৩য় পর্ব ৪ র্থ পর্ব ৫ম পর্ব ৬ ষ্ট পর্ব ৭ম পর্ব ভালো থাকুন সবাই।

শুভকামনা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.