Momota Jahan কামিনি ফুটিছে বুঝি আজ নিশীথে, হল যামিনী বিভোর তাই চন্দ্রসাথে। তব বিহনে যার হিয়া দহনে, সুর কিযে জাগে তারই ক্রন্দন কুজনে। কামিনীর কাননে ব্যাকুল যামিনী যাপনে কার কেবলই বিধুর হিয়া ডাকেরে পিয়া পিয়া, দখিনা মলয় মাঝে বাজে কি বাশরীয়া তাই শুনি শুনিয়া? জাগে কি বিহনে তার তব হিয়া মননে, বিরাগ বেদন সাথে অনুরাগ লহরী রজনী মধুর স্মরণে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।