আমাদের কথা খুঁজে নিন

   

প্রয়াত বাবাকে স্মরণ করে মনিরা চৌধুরীর কবিতা : বিষাদিত সন্ধ্যায়

Momota Jahan বিষাদিত সন্ধায় -মনিরা চৌধুরী হারায়েছ তুমি যে , কোথায় কখন জানা নাই কিছু মোর। ভাবিতে ভাবিতে , সে কথা আজও রাতি হয় যায় মোর ভোর। কতযে কথা বলিতে তুমি , মন্ত্রমুগ্ধ হয়ে শুনিতাম কি নিবিড়! মনে তো আর পড়ে না কিছুই, শুধু ভারী হয় বুক বেদনায় সগভীর। কতকাল বল দেখিনা তোমায়, নয়ন সমূখে আসনা তো তুমি আর। স্বপনে শুধুই , দেখি যে তোমায় ডাকি যে কেবল বারেবারে।

আজও মনে হয়, যেন শ্রবণে আমার দূর থেকে শুনি তব কন্ঠধ্বনি। এ শুধু ভ্রম মোর, জানি ডাকিবেনা আর কোনদিনই। জন কি তুমি ? আছ যে আমার দাঁড়ায়ে স্মৃতির বারান্দায়। আজও তবু তাই , সুবাসিত করো মোরে সুরভিত রজনীগন্ধায়। ক্ষণিক হাসিয়া , শুধু একটিবারের তরে বলো না বাবা, মনে কি পড়ে না আমায়? যদিও বা আমি ,গিয়াছি ভুলে সকলি তবু মনে পড়ে তব মুখখানি, আজও বিষাদিত সন্ধ্যায়।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.