আমাদের কথা খুঁজে নিন

   

মনিরা চৌধুরীর কবিতা : স্বাধীনতা ! তোমার জন্য

Momota Jahan তোমার জন্য স্বাধীনতা আমি পেয়েছি তোমায় বলে, লিখছি কবিতা বলছি কথা, দিয়ে মাতৃভাষার কথা। তোমার জন্য স্বাধীনতা আমি পেয়েছি এ দেশ করছি চিন্তা যত তোমায় নিয়ে, হয়েছি মুক্ত আমি স্বাধীনচেতা। তাই তোমাকে শুভেচ্ছা হে স্বাধীনতা যদি নাইবা আসতে তুমি আমার এ দেশ প্রিয় মাতৃভূমিতে। হারিয়ে যেতাম হয়ত আমি, নিজেই আমার আমিতে। রক্ত দিয়ে কেনা, তুমি হে স্বাধীনতা। স্মরণে তোমায় এনে করছি বরণন। চরণে দিয়ে তাই বিজয় মালা, নিয়ে শ্রদ্ধা হৃদয় গাথা। তোমার জন্য স্বাধীনতা আমি পেয়েছি এ দেশ। লিখেছি তোমায় নিয়ে একটি কবিতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।