আমাদের কথা খুঁজে নিন

   

প্রবাসিদের দূঃখের জীবন

শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে প্রবাসিদের দূঃখের জীবন ছিলাম দেশে হেসে খেলে কাটতো সারাদিন। ভাবিনি কখনো নিজের ভবিষং যাবে কিভাবে। ছাত্র জীবন ছিল প্রাইমারী আর হাই স্কুল নিয়ে। বুঝিনি তখন করমো কাহাকে বলে।

...প্রাইমারী আর স্কুল শেষ করে এলাম কলেজে। কলেজ জীবন ও কেটেছে হেসে খেলে। শিখিনি কোন কাজ শিখিনি কোন করমো। দেশে থেকে কিই-বা করমো। দেখি এবার সৌদি-আরবে।

জানিনা সৌদির কথা। বুঝিনা সৌদির ভাষা। বুঝিনা সৌদির কানুন। তোমরা আছ স্বদেশেতে মায়ের কোলে শুয়ে। আমরা আছি সৌদির মরুভূমিতে পড়ে।

আমরা ১৫ঘনটা কাজ করে ফেলছি মাথার ঘাম। এতো খেটেও ভাইগো দেশে পাই না কারো মন। মা-বাবাকে রাখবো সুখে কোন ছেলে না চায় ভাই-বোনেরে করবো আদর কোন ভাই না চায়। সবার আশা হয়না পূরণ আশাই রয়ে যায়। অসুখ হলে পাইনা সেবা পাইনা মায়ের আদর।

কেমনে আছি জানে শুধু প্রভু। সুখের দিনের স্বপ্ননো নিয়ে বেঁছে আছি তবু। ধনের আশা জীবন-যৌবন সবই হলো শেষ তিন-চার বছরেও পাইনি একটু সুখের লেশ। দেশে থাকতে ভাবতাম মোরা বিদেশে টাকার পাহাড় বিদেশ এসে দেখি মোরা শুধু বালুর পাহাড়। মাসের শেষে মাইনে যা পাই যায় না তাতে চলা ঋনের দায়ে চারপাশে ড়ুবে থাকে গলা।

দশমাস দশদিন যেই ছেলেরে রাখলো মায়ের পেটে টাকার লোভে ভূলে থাকি সেই মায়েরে। পৃথিবীতে মা-বাবাই সবচেয়ে বড় ধন। সেই মা-বাবারে ভূলে মোরা থাকি জনম ভর। ঈদের দিনও পাইনা মোরা কোন রেস্ট কাজ আর কাজ করে জীবন হল শেষ। দেশের কথা মনে হলে ঘুম আসেনা চোখে তারপরও পড়ে আছি একটু সুখের লোভে।

এত দূঃখ জেনেও প্রবাসিরা আসে সৌদি-আরবে। জানিনা তার পরও প্রবাসিরা কেমনে সূখি হয়। পরিশেষে চাই আমরা সকলের দোয়া। ইতি তোমার ভালবাসার ভিখারী মামুন খাঁন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।