অািম সহজ সরল প্রবাসি মন্ত্রনালয়থেকে আজ আমার নাম্বারে একটা মেসেস এসেছে। মেসেস টি ছিল, "প্রিয় লিবিয়া ফেরত,আপনার সাক্ষাতকারএর জন্য কবে কোথায় ফোন করবেন তা জানতে ৪ জুলাই'র দৈনিক কালের কন্ঠ অথবা দৈনিক যুগান্তর পত্রিকা দেখুন" প্রবাসি মন্ত্রনালয়।
কিন্তু আমি আজ কালের কন্ঠ এবং যুগান্তর পত্রিকার অনলাইন সংস্করন পুরুটাই ঘাটলাম কিন্তু কোথাও এই সংক্রান্ত্ কিছুই পেলাম না। আমার কাছে প্রিন্ট সংস্করন নাই। আমি অনলাইন পত্রিকা দেখেছি।
কিন্তু কিছুই পেলাম না।
কোন ব্লগার ভাইকি এই ব্যাপারে কোন সাহায্য করতে পারবেন? উল্লেখ্য আমি নিজে লিবিয়া ফেরত। এবং সরকারি অর্থ সহায়তা পাওয়ার আশায় আছি। ধন্যবাদ ভালথাকবেন সকলে। কোন তথ্য কারো জানাথাকলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।