আমাদের কথা খুঁজে নিন

   

সৌদি প্রবাসিদের জন্য স্বস্তির খবর : বাংলাদেশ দূতাবাসের (বিলম্বিত) পদক্ষেপ

ইট মারলে পাটকেল খেতে প্রস্তুত থাকুন .....

কাল ব্লগে এক বাংলাদেশী কে অস্ত্রসহ গ্রেফতারের খবর দিয়েছিলাম Click This Link একটি সৌদি জাতীয় পত্রিকার বরাত দিয়ে, যথারীতি কিছু ব্লগার অপরাজনীতিসুলভ নোংরা মন্তব্য করে দেশীয় মজ্জাগত অভ্যাসমত কাদা ছোড়াছুড়ির অপচেষ্টা করেছেন। নোংরা রাজনীতির ফলে আমাদের এমন অধপতন হয়েছে, একটি জাতীয় বিষয় নিয়েও আমরা কখনো কোন ঐকমত্যে পৌছতে পারিনা, দলবাজি, চেতনাবাজি, স্টান্টবাজি আমাদের জাতীয় স্বার্থেরও উর্ধ্ধে স্থান পায়। যাক সেসব। আমি ব্যক্তিগত কাজে রিয়াদস্থ বাংলাদেশী অধ্যুসিত কিছু এলাকা ভ্রমন করেছি, যথাসম্ভব পরিচিতদের মাধ্যমে খবর নিয়ে জানা গেল, বাংলাদেশ দুতাবাসের তত্বাবধানে বাংলাদেশীদের সহযোগিতায় দুস্কৃতিকারী সোনার ছেলেদের তালিকা তৈরী হয়েছে এবং ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অপরাধীকে স্থানীয় প্রশাসনের সহায়তায় গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে, পর্যায়ক্রমে তাদের দেশে ফেরত পাঠানো হবে। যে সব এলাকায় দিন দুপুরে রামদা কিরিচ নিয়ে পক্ষ প্রতিপক্ষের হর হামেশাই ধাওয়া পাল্টা ধাওয়া হতো, সে সব এলাকায় এখন সুনসান নিরবতা, লোকজনের বেহুদা জটলাও কম। আশাকরি পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হবে, প্রবাসীরা আবার শংকামুক্ত হয়ে তাদের ব্যবসা চাকরী নির্বিঘ্নে করে যেতে পারবেন। তাছাড়া, স্থানীয় দূতাবাস কর্মকর্তারা বাংলাদেশী অধ্যুষিত এলাকা, বড় বড় কোম্পানীর কম্পাউন্ড় যেখানে অধিক পরিমানে বাংলাদেশী বাস করে সেখানে ভিজিট করছেন, জনগনকে শান্ত থাকতে সচেতন হতে পরামর্শ দিচ্ছেন, স্থানীয় আইন মেনে চলতে বলছেন। আবার, রাষ্ট্রদূতের নেতৃত্বে বাংলাদেশীদের নিয়ে বিভিন্ন এলাকায় ফোরাম গঠনের প্রক্রিয়া চলছে, যারা সমসাময়িক পরিস্থিতির বিষয়ে দুতাবাসকে অবহিত করবে এবং আশু করনীয় সম্পর্কে পরামর্শ দিবে। আপনিও আপনার পরামর্শ নিম্ম লিখিত আকারে পাঠাতে পারেন আপনার নিকটতম বাংলাদেশী ফোরামের মাধ্যমে: Bismillahir Rahmanir Rahim A proposal to establish a proactive platform to build our national image in the kingdom of Saudi Arabia as well as to protect unjustified propaganda against Bangladeshis living in the kingdom Name: BD Image Builders (It would be a national NRB forum in KSA approved & guided by the BD embassy in Riyadh) Objective: as mentioned above Organ gram: 1. Total activities will be directed by a general committee. 2. The honorable ambassador will be the chairman of the committee 3. A member secretary will be selected by the chairman & other member of the committee 4. Other 9 (nine) efficient members will be chosen from the community 5. A sub committee will be constituted for each city in the kingdom Series of work plan: 1. Data collection from the big companies (no. of employees country wise, no. of incidents/crimes country wise) 2. Interview collection from the prominent personalities (Sheikhs) 3. Collection of statements from senior executives of big companies holding large number of BD workers 4. Collection of short biographies of Bangladeshi successful employees in the kingdom & Gulf 5. To open a new website & acknowledge all Bangladeshis across the king to provide their information concerning the subject 6. Collection of all published news & false stories from Saudi & Indian newspapers 7. Publish & distribute leaflets among Bangladeshi rush areas, villas, camps with some common & significant tips regarding our behaviors for awakening 8. To point out the focal reasons of unhappiness of some BD expatriates 9. and finally prepare a fresh & data based document contains total scenario of our contribution/activities/position in this country 10. Supplying the said documents to all concern newspaper, important personalities in KSA & BD Proposals: 1. Embassy should help local security to take an immediate step to arrest the criminals around the kingdom; especially in bds resided area. Bangladeshi community may provide a sort list to embassy. 2. BD embassy officials may visit frequently in bd resided area / large villa to instruct bd peoples for awakening and to inspire them for good work. 3. BD government should take an initiative by local thana / police to mark the criminals among the people whom want to come in abroad, criminals should not get any passport or any clearance to travel. 4. BD government should work with recruiting agency to avoid recruiting with low wages at high cost; they may verify the status of employer through local embassy. (Please add/cut & share your views with this proposal) খবরটি নিঃসন্দেহে সৌদি প্রবাসিদের জন্য আনন্দের, তবে উদ্যোগটা কতটুকু সফল ও কার্য্যকর হয় তা ভবিষ্যতই বলে দেবে, বিলম্বে হলেও দূতাবাসের এই পদক্ষেপ কে আমরাসাধূবাদ জানাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.