আমাদের কথা খুঁজে নিন

   

অর্বাচিন জাতি আন্তর্ঘাতি

আমি যদি হতাম বনহংস;বনহংসী হতে যদি তুমি;কোনো এক দিগন্তের জলসিড়ি নদীর ধারেধানক্ষেতের কাছেছিপছিপে শরের ভিতরএক নিরালা নীড়ে; বুয়েটের ঘটনা শুনে মনটা খারাপ হল। এই অর্বাচিন জাতি আন্তর্ঘাতি। সব বিশ্ববিদ্যালয় গুলি ধ্বংস হয়ে গেল। আজ সকালে কুয়েটের পুরানো ছাত্র- এখন শিক্ষক মাসুদের সাথে কথা হচ্ছিল। মাসুদ আগামি কাল থেকে বিভাগীয় প্রধানের দায়িত্ব নেবে। অনেক হতাশায় আর আক্ষেপে মাসুদ বলল-স্যার অনেকজনের চেস্টায়, আর অনেক ইতিহাস নিয়ে একটা ভাল প্রতিষ্ঠানের জন্ম হয়...আর গুটি কয়েক মানুষ মিলে তা ধ্বংস করে দেয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।