আমাদের কথা খুঁজে নিন

   

অর্বাচিন আত্বমগ্ন আত্মার অসংলগ্ন অনুধাবন

সবই যাবে সয়ে, হৃদয় যাবে ক্ষয়ে। বদলে যায় মানুষ, বদলে যাবো আমি। বিস্তীর্ণ বিদীর্ণ এ হৃদয়মাঝে অতি কদাচিত্‍ মহাজাগতিক ত্রুটি হেতু নিতান্ত পথভুলে কভূ অতিক্ষুদ্র সংখ্যক যে কতিপয় নিক্কন ধ্বনির আলোড়ন তথা আন্দোলনের দ্বারা অব্যাক্ত আনন্দময় প্রেমময় উপলক্ষের উদয় হইয়াছে যাহার বিস্তৃতি এ নাতিদীর্ঘ নাতিক্ষুদ্র জীবনের পরিধির সাপেক্ষে সুনীল গগনের ন্যায় ব্যাপক, স্রোতস্বীনি সরোবর রুপ বিকট বেগে ধাবমান, ষড়ঋতুর ন্যায় বাপকবর্ণে বিবিধরূপ গরিমায় উৎসরিত তথাপি সমাজবদ্ধ মানবের প্রত্যাশার সাপেক্ষে এরুপই নীরিহ প্রকৃতির যে তাহার স্পর্শলাভে হৃদয়ে সাহিত্যরসের আবির্ভাবে হয়তো অভিভূত হইবেনা ভূলোক আত্মা সত্বা মনন মানস, সেরুপ যদিওবা তথায় নাইবা ঘটিল, কবিগণ তাহার গুণকীর্তন যদিওবা নাই করিয়া গেলেন, তাহার গুরুত্ব এতটুকু কমও নহে যে তাহা স্বীকৃতির নিম্নে পর্যবসিত হইবে, গন্য হইবে না যথাযথ মুল্যবান জীবন পাথেয়রুপে, কেননা যাহা এরুপ বিরল এরুপ দুর্লভ যা যাবতীয় মানবসৃষ্ট ভাষ্যের দ্বারা প্রকাশের সুউর্ধে ব্যাপকতা ও তাৎপর্যে বিস্তৃত, এমতাবস্তায় এরুপ অসামান্য ভাবের বর্হিপ্রকাশ যেথায় সুপন্ডিত সুসাহিত্যিক ব্যাক্তিবর্গ সুচারুভাবে এড়িয়ে গিয়াছেন হেথায় এ লেখনীর রচয়িতা, যিনি সাবলীলতার অতি সীমাব্ধতার নিমিত্তে রচনার সুনিম্নতর স্তরে বিচরনের পুর্বেও পূণঃ পূণঃ সাবধানতা অবলম্বন করেন সহসাই অনুধাবনে সমর্থলাভ করেন যে, এরুপ গভীয়তর বিষয়ে লেখনীধারণ অতীব অবিবেচক ও অদূরদর্শীতার চুড়ান্ত দৃষ্টান্ত হইয়াছে যেথায় অধিক জ্ঞানী ও দূরদৃষ্টি সম্পন্ন বিচক্ষণ বাক্তিবর্গ যে প্রয়াস হতে বিরত থাকিয়াছেন তাহার ব্যাখ্যার নিমিত্তে চলমান প্রয়াস ধৃষ্টতার নামান্তরমাত্র তথাপি অদ্যবধি লেখনি পরিচালন নির্বুদ্ধিতার লঘুদন্ডকে অনিঃশেষ বিরক্তি উদ্রেকের গুরুতর পথে পর্যবসিত হয় তথায় কিংকর্তব্যবিমূড় এ অবিবেচক লেখক রচনীর কলেবরের চুড়ান্ত বিস্তৃতি প্রতিরোধ সংকল্পে এই স্থানেই বহুল প্রতিক্ষিত যতি তথা ইতি আনয়নপূর্বে সকল পাঠকের নিকট আন্তরিক ক্ষমা প্রার্থনা ও সকলের জাগতিক পরলৌকিক জীবনের সুখ ও শান্তি কামনা করিতেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।