Student : B.Sc in EEE কানাডা/ আয়ারল্যান্ড/ ডেনমার্ক/ইতালি কিংবা যেকোন ইউরোপীয়ান দ্যাশে Worker হিসেবে ছোটভাইটা যাইবার চাইতাছে। লেখাপড়া ইন্টারমেডিয়েট পাস । ইংরেজিতে ভাল , দৈনিক ডেইলি ষ্টার পড়ে। এই ব্যাপারগুলোতে তথ্য দিয়া সাহায্য করেন প্লিজ------- ১। টেকা-পয়সা কেমুন লাগতে পারে ??? ২। প্রসেজিং এর কাজে কোন এজেন্সির সাথে যোগাযোগ করলে ভাল হয় ????? পেপার-পত্রিকায় তো হাজার হাজার এজেন্সির বিজ্ঞাপন দেখা যায় ,এর মধ্যে কোনটা যে ভাল আর কোনটা যে খারাপ বুঝবার পারতাছি না ।শেষে যদি টেকা মেরে দেয় !!!!!!! উপরিউক্ত প্রশ্ন দুইটার উত্তরটা জানা খুব জরুরী দরকার । তথ্য দিয়া সাহায্য করেন প্লিজ-------
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।