মাস খানেক আগে স্বপরিবারে দার্জিলিং গিয়েছিলাম । ভাল তেমন লাগে নাই । উচু-নীচু পাহাড়ে উঠা-নামা, সাইট সিইং, দুই-একটা স্পট ছাড়া ভাল লাগে নাই । সে তুলনায় বান্দরবনে নীলগিরী আমার ভালই লেগেছে । চিম্বুক থেকে ২০-২৫ কিঃ মিঃ দূরে বা ভিতরে নীলগিরী ।
নীলগিরীতে যে রিসোর্টটি আছে । তা খুব আধুনিক । তত্বাবধান করছে বাংলাদেশ আর্মি । সাধারন জনগনও ভাড়া নিতে পারে । সী লেভেল থেকে ২৮০০ ফুট উপরে ।
প্রাকৃতির দৃশ্য খুবই চমৎকার বিশেষ করে ভোর বেলায় । রাত্রে রিসোর্ট উপর দিয়ে মেঘ ভেসে যায় ।
গত বছর মে মাসে গিয়েছিলাম । কয়েকটি ছবি দিয়েছি । বাকি ছবি eSnips.com বা myspace.com এ upload করা আছে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।