আমাদের কথা খুঁজে নিন

   

তিতাসে তিয়াস মেটে......

শ্বাপদে বিপদে দেশে অবাধ আচার, প্রতিযোগ সেথা আজ ষন্ড সাজার, আপনি আচরি নমঃ অপরে শিখাও, না শিখিলে পরে তারে সজোরে মিটাও। মিটিলো কি মিটিলনা ভাবনা অশেষ, থামবে কি তবে তব অসীম কোশেশ? তিতাসে তিয়াস মেটে, খাবি খায় সেন আমার তিতাসে কেন ‘তর লেনদেন? তা সবে অবোধ আমি হারিয়ে কানন; শুকে যায় সব কিছু, তিক্ত আনন। কূল ছেপে সরে যায় শোধহীন বোধ; মহাকাল বুঝে নেবে ধ্বংসের শোধ। আমার আকাশ কাঁদে, নীল নীল শ্বাস, নাফ থেকে নন্দায় আমার আবাস। শব্দার্থ সেন=সাম্রাজ্যবাদী শক্তি তিতাস= আপাতঃ মৃত তিতাস নদী আনন= মুখ ‘তর= ইতর নাফ= নাফ নদী নন্দা= মহানন্দা নদী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।