আমাদের কথা খুঁজে নিন

   

Mind of a schizophrenias:

এসো আবার চড়াই উৎড়ই.......... Mind of a schizophrenias: একধরণের সিযোফ্রেনিয়াস রোগীর বৈশিষ্ট্য এরকম যে তারা খুব দ্রুত বিভিন্ন ঘটনাপ্রবাহ ভুলে যান, এমনকি তাদের দেওয়া কথাও (ওয়াদা, ইস্তেহার, অঙ্গীকার) এবং পরবর্তীতে সমস্ত ঘটনা, কথা এবং নিজের উপস্থিতি ও অস্তিত্ত্বকেও অস্বীকার করে। এ ধরণের রোগীরা সাধারণত তাদের চারপাশেই শত্রু দেখতে পায়, তাদের নিজেদের অস্তিত্ত্বের সংকটে থাকতে থাকতে আবোল তাবোল বকতে শুরু করে। আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ, ছাত্র, শিক্ষক, জনতা সকলের বর্তমান ঘটনাপ্রবাহ এবং বর্হিবিশ্বের সাথে সম্পর্ক দেখে, আমার খালি পইড়া যায়, আপনারাই বলেন কি পইড়া যায় ? যাই হোক আমার নিজের কোষ্ঠকাঠিন্য ঠেকাতে যদি ডাক্তারকেই বড়ি খাওয়াতে থাকি তবে তার ফলাফলে ডাক্তারও মরবে লাঠিও ভাঙ্গবে না, আমাদের শিয়াল পন্ডিতেরা এই চরমপন্থা অবলম্বনের মাধ্যমে ক্রমাগত কালক্ষেপণ, যুগলবন্দি জলকেলী খেলা আমাদের আর কয়দিন দেখাবেন জানিনা, তবে এতোকিছু নাকি অনেক সহজভাবেও বলা সম্ভব। আর তাই যদি হয় তবে, আমি আমার ইগোকে আমার পশ্চাৎদেশে রেখেই বলছি, ইহা এখনও আমার বৈর্জ্য নিষ্কাশনের কার্য ভালোভাবেই সম্পাদন করতে পারে, এই কয়েকজন শিয়াল পন্ডিত ও ছাগ মাতারা আমাদের কমোডে ছেড়ে আসার পর হাতের আঙ্গুল ও সামান্য পানির ব্যবহারেই যেভাবে পয়ঃনিষ্কাশন প্রণালী ধরে এগিয়ে চলেছেন, তাতে তাদের রুহের মাগফেরাত কামনার জন্য যথেষ্ট হাইড্রা সেই সমস্ত নোংরা জলাশয়ে থাকবে কিনা এখনই নিশ্চয়তা দিতে পারছি না। তবে এতটুকু বলে রাখি রক্তচোষা জোঁকের একমাত্র সস্তা ঔষধ হচ্ছে নুন, আর আমাদের নুন আনতে ফানতা ফুরালেও আমার মায়ের অবিরত কান্নায় যে পরিমান নুন বা নোনা পানি হাজার বছর ধরে জমে আছে, আপনাদের গন্তব্য আপনারা সেখানে ঠিক করে রেখেছেন কি? রাখলে ভালো, তবে আমার সন্তানকে বলে যাবো, এদের মাজার বানাতে যে সম্পদ ও কষ্ট আমাদের গিয়েছে, তা কিন্তু তোমার দাদীর মাথার ঘাম পায়ে ফেলা, আর ওই যে চার(!!!!) চাকার রোলস রয়েস্, বা প্রাইভেট জেটের পুরোটা নতুন প্রযুক্তির এক্স পারফিউমে ধুয়েও দূর করা যায়নি ভিতরকার শোঁদা গন্ধ।

বাবা তুমি এর আশে পাশেও থেকো না তবে তুমিও নিজের অজ্ঞাতেই গর্ব(র্ভ)বতী হয়ে যাবে। এতটুকু বলে রাখি, না খেয়ে মরে যেতে পারি হাজার বার, আমরা শান্তিকামী মানুষরা শান্তির কথা বললে তা যদি অশ্লীলও হয়ে পড়ে, আপনাদের তথাকথিত প্রচলিত ভাষায়, তবে আপনাদেরই একটা নতুন ডিক্সনারী তৈরী করা উচিত, অথবা একটা বুক অব ফ্যাক্ট যেখানে লিখা থাকবে Difference between normal & abnormal, legal & illegal, politics & crime, honesty & dishonesty, regular & irregular, taken & given, patriotism & committing treasure, black & white, etc. আর নয়তো প্রচলিত যে বাংলা একাডেমিক শব্দকোষ ও অভিধান আপনারা রেখেছেন তার সাথে তো আমরা কোন কিছুরই মিল পাইনা। আমাদের পূর্বপুরুষ ও পন্ডিতেরা পাগল একথা বলে শুধু শুধু নিজের ঘরে আগুণ লাগাতে চাই না। চাই নতুন শব্দকোষ এবং ধর্মসংক্রান্ত নতুন গ্রন্থ, আসমানী বলিয়া চিৎকার দিয়া হযরত ইমাম মেহেদী হিসাবে খ্যাতি নিতেই পারেন, আমরা টু শব্দটিও করব না। শত্রুদের কথা বলেন পন্ডিত মশাই, আমেরিকা, চীন, বিশ্বব্যাংক, ইন্ডিয়া, পাকিস্তান, তালেবান, জঙ্গী, মিয়ানমার, সন্ত্রাস, চাঁদাবাজ (ঘরের শত্রু বিভিষণ) আরো কি কি যেন ।

ভাগ্যিস মা ওরস্যালাইনের প্যাকেটটা ব্যাগের ডান পকেটে রেখেছিলেন, ------------------ বদনা বাথরুম ম্যারাথন চলে ----- হাজার বছরের আপেক্ষিকতায় ------------------------ রামকষ্ঞ পরমহংসদেবকে মনে পড়ে ----------- সেই সাথে আফটার দ্যা সানসেট ----------------------- যক্ষাই কি তবে আমাদের শেষ পরিণতি ---------- সামান্য-অসামান্য কিছু শিয়ালের লেজ কামড়াতে গিয়ে কিংবা সিযোফ্রেনিয়ার মাঝে বসেও জন ন্যাশ সাজার অভিনয়................. এবার নোবেলটা সালার ভাগাতেই হবে................ পেতেই হবে............ নয়তো একজন কোড ব্রেকার হিসাবে ইন্টারপোলের চাকরীটা............ ................ ভাগ্যিস প্র্রতিরক্ষা নামক একটা মন্ত্রণালয় আছে................ আর সেই সাথে লম্বা চওড়া ফিরিস্তি সহকারে একটা বাজারের খাতা, এক কেজি যদি পার চাল, লবণ এক পোয়া, দুটো কাচাঁ মরিচ, একটা পেয়াঁজ আনতে ভুলো না যেন............ আমাকে ভালোবেসো না মাধবী শুধু কষ্টই পাবে, তোমার শুকিয়ে যাওয়া বুকে আমার সন্তানকে বীর্য খাইয়ে ঘুম পারাতে পারবা কি, যদি পারো তবে এই হাতে হাত রাখো, ডাক্তার ডেকে সিযোফ্রেনিয়া সারাতে হবে না। মাধবী........................... এমনটাও পারো ? ......................... এই অনিমেষকেই ছেড়ে যেতে পারলে, ল্যাংড়া খোঁড়া পায়ে বুঝি সে আগের মত টারজান টারজান খেলতে পারে না, নাকি অমরত্বের স্বাধ জেগেছে তোমারও, তাই শাড়ি গয়না বেচেঁও আমার কবিতার খাতা খুজেঁ ফের, মাধবী হেঁসো না, বেশ্যাপল্লীতে যে শিশু জন্মায় তারো দাঁত ও নখ থাকে, নাকি বুকের আচঁল সরিয়ে উল্কি আকাঁর সপ্নে বিভোর তুমি, মাধবী শেষ বারের মতো বলছি, ধ্রুবকে আমার কাছে রেখে যাও। ------------------------ অনিমেষ সন্তানটা আমিই নয় মাস পেটে ধরেছি ---------- মাধবী কোকের মেশিনে কয়েনটা কিন্তু আমিই ফেলেছিলাম, ভুলে যাচ্ছো কেন । আচ্ছা পায়ুপথের আগাছা পরিস্কারের লোশনের দাম কত, কেউ বলবেন কি? পরিস্কার করা দরকার.................... ইশ.......... আমার যদি একটা সরকার ও রেজিস্টার্ড গুন্ডবাহিনী থাকত ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।