চাই মাতৃভূমির সমৃদ্ধি।
উপরের ভদ্রলোকটিকে চিনতে পারছেন? তাঁর নাম Michael Bay
চেনা চেনা লাগে না? আচ্ছা ক্লু দিচ্ছি - তিনি একাধারে ডিরেক্টর এবং প্রডিউসার। এখনো চিনতে পারেননি?? ঠিক আছে, আপনার জন্য আরো ক্লু! এই লোক পরিচালনা করেছেন আরমাগেডন, দ্য রক, ব্যাড বয় সিরিজ, পার্ল হারবার, দি আইল্যান্ড, ট্রান্সফরমার সিরিজ! অনেক গুলো মুভির প্রডিউসার ও তিনি! এখন নিশ্চয়ই মনে মনে নিজেকে দুষছেন প্রথম দেখায় না চিনার জন্য! এই মুভিগুলো যে আপনি আমি সহ দুনিয়ার তাবৎ মুভি প্রেমী দের ভালো লাগা! আর যারা প্রথমেই চিনে ফেলেছেন তাদের জন্যে রইল অভিনন্দন!
আসুন জেনে নেই তাঁর সম্পর্কে।
Michael Bay র জন্ম ও বেড়ে ওঠা লস আঞ্জেলস এ। তিনি Wesleyan University থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেন - ইংরেজি এবং ফিল্ম মেকিং নিয়ে।
কিন্তু তার আজকের Michael Bay হয়ে ওঠার পিছনে হাতেখড়ি মাত্র ১৫ বছর বয়সে। তিনি তখন Raiders of the Lost Ark মুভির জন্য স্টরিবোর্ড দেখভাল করতেন প্রডিউসার George Lucas এর জন্য!! একজন ইন্টার্ন হিসাবে তার এই কাজ তাকে সাহায্য করে সঠিক সিদ্ধান্ত নিতে। তিনি সিদ্ধান্ত নেন ফিল্ম মেকিং এ ক্যারিয়ার গড়ার।
পেশাদার বিজ্ঞাপন নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেন ক্যারিয়ারের! ২য় বিশ্বযুদ্ধের পটভূমিতে বানানো কোকা - কোলার বিজ্ঞাপনের বিশাল সাফল্য তাকে পরিচিত করে তোলে। হলিউড হেভিওয়েট প্রডিউসার Jerry Bruckheimer তাকে দায়িত্ব দেন প্রথম ফিচার ফিল্ম ডিরেক্ট করার - ফিল্মের নাম Bad Boys! বুঝতেই পারছেন, আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
Bad Boys মুভিটির তুংগস্পর্শী জনপ্রিয়তা তাকে এনে দেয় স্বীকৃতি আর তিনি আমদের উপহার দেয়া শুরু করেন একের পর এক জনপ্রিয় মুভি - ডিরেক্টর এবং প্রোডিউসার হিসেবে!!
দুনিয়া কাঁপিয়ে ফেলা পার্ল হারবার কিংবা হালের ট্রান্সফরমার সিরিজ - অসাধারণ উপভোগ্য সব মুভি। চোখ ধাঁধানো স্পেশাল ইফেক্ট, চমৎকার স্টোরি লাইন, রোমাঞ্চ, অসাধারণ এডিটিং কি নেই তার মুভিগুলোতে!! আরো একটা বিষয় তার মুভিতে কমন - বিগ বাজেট!! তবে ভয় পাবেন না মোটেও! বাজেট যতই বড় হোক না কেন ব্যাবসায়িক দিক থেকে তিনি সফল পরিচালক। ২০০৯ সালের এক সমীক্ষায় তাকে ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্রের সর্বোকালের ৮ম সর্বোচ্চ গ্রস ডমিস্টিক আয়কারী পরিচালক হিসেবে , যা প্রমাণ করে তার মুভিগুলোর বিশ্বজুড়ে গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা!
২০০৯ তো কত আগেই চলে গেল,২০১১ শেষ! আমি নিশ্চিত তার মুভিগুলো এখন সর্বকালের সর্বোচ্চ আয়ের রেকর্ডে আরো উপরের দিকে আছে!!
সাই - ফাই, অ্যাকশন এবং অ্যাডভেঞ্চার জেনারে তার অগাধ আধিপত্য! তার মুভি মানেই শ্বাসরুদ্ধকর কিছুটা সময়, চোখ ধাঁধানো ক্যামেরার কিছুটা কাজ আর অতি অবশ্যই সাপোর্টিং রোমাঞ্চ!! আরও আছে ব্যাপক অ্যাকশন! স্টরি যাই হোক না কেন, মুভি হিসেবে অবশ্যই উপভোগ্য! মুভিগুলো কতটা কালজয়ী তা সময়ই বলে দিবে, কিন্তু মুভি খোরদের জন্য অবশ্যই রিকোমেন্ডেড। যত যাই হোক না কেন, আমরা মুভি এন্টারটেইনমেন্ট এর জন্য দেখি, তাই না!!
Michael Bay প্রোডাকশন হাউস Platinum Dunes এর অংশীদার। এখান থেকে বের হবে Teenage Mutant Ninja Turtles মুভিটি।
তিনি আবার স্পেশাল ইফেক্ট কোম্পানি Digital Domain এরও মালিক!!
তো দেখা শুরু করে দেন এই ভদ্রলোকের বানানো মুভিগুলো। কথা দিচ্ছি, পস্তাবেন না!!
সামনে নিয়ে আসছি Michael Bay পরিচালিত আধ ডজন মুভির রিভিউ। চোখ রাখুন, সাথে থাকুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।