আমাদের কথা খুঁজে নিন

   

জামাতিরা সাবধান : সৌদি রাজার অর্থ যাচ্ছে ইসরাইলে, তোমরা পাচ্ছো মুলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাস্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব ওয়াশিংটনের কাছ থেকে ৩,০০০ কোটি ডলার মূল্যের জঙ্গীবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রর হোনোলুলুতে চূড়ান্ত হওয়া এ সংক্রান্ত চুক্তিতে বলা হয়েছে, সৌদি আরব নিজের তেল বিক্রির অর্থ দিয়ে ওয়াশিংটনের কাছ থেকে ৮৪টি নতুন এফ-১৫ জঙ্গীবিমান কিনবে। এ ছাড়া, এর আগে কেনা ৭০টি এফ-১৫ জঙ্গীবিমানের আধুনিকায়নও সম্পন্ন হবে। সৌদি জনগণের তেল বিক্রির এ অর্থ চরম অর্থনৈতিক মন্দায় আক্রান্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। হোয়াইট হাউজ বলেছে, সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত এ চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে ৫০ হাজার বেকার লোকের কর্মসংস্থান হবে।

সেইসঙ্গে মার্কিন অর্থনীতি বছরে ৩,৫০০ কোটি ডলারের সহায়তা পাবে। অবশ্য এফ-১৫ জঙ্গীবিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং এর আগে জানিয়েছিল, সৌদি আরবের সঙ্গে চুক্তি চূড়ান্ত হলে যুক্তরাষ্ট্রের ৪৪টি অঙ্গরাজ্যে তাদের কোম্পানিতে ৭৭ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। জামাতিরা সাবধান জামাতি ইসলামির নাটের গুরু সৌদি আরব। জামাতিরা ভাবে, বাংলাদেশে ইসলাম কায়েম করতে সৌদি রাজা তাদেরকে সহায়তা করবে। কত বড় বেকুফ?! এই যে বিশাল অর্থের অস্ত্র সৌদি রাজা কিনলো আম্রিকার কাছ থিকা, এতে আল্টিমেটলি কাদের লাভ হবে? ওই টাকা আম্রিকা ঘুরে চলে আসবে ইসরাইলের হাতে।

ইসরাইল সেই টাকায় আরো হৃষ্টপুষ্ট হয়ে ফিলিস্তিনিদের দমন করবে। অর্থাৎ খাদেমাইনিশ শরীফাইনের টাকায় মুসলিম বিশ্বের দুশমন ইসরাইল লাভবান হচ্ছে। অথচ এই টাকার ছিটেফোটাও যদি জামাতি ইসলামিরে দিতো, তবে তারা এই অর্থ দিয়ে নিজেদের যুদ্ধ অপরাধের তকমা ছাড়ানোর সুযোগ পেতো। জেলখানায় পঁচেও তোমাদের হুঁশ হবে না। সৌদি রাজাদের তোমরা কবে চিনবা? এখনো সাবধান হয়ে যাও সময় থাকতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.