আমাদের কথা খুঁজে নিন

   

উইকিতে মতিউর রহমান নিজামী - জামাতিরা এই অভিযোগ খন্ডানোর কোন উদ্যোগ নিয়েছেন কি?

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মতিউর রহমান নিজামী উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে মতিউর রহমান নিজামী (জন্ম ৩১ মার্চ ১৯৪৩) একজন বাংলাদেশী মৌলবাদী রাজনীতিবিদ। তিনি মৌলবাদী বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের বর্তমান নেতা বা আমীর। নিজামী বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন, এবং পাকিস্তানী সেনাবাহিনীর হত্যাযজ্ঞে প্রত্যক্ষ ভাবে সমর্থন প্রদান করেন। ১৯৭১ এর মুক্তিযুদ্ধ চলাকালে নিজামী আল বদর নামের আধা-সামরিক বাহিনীর নেতৃত্ব দেন। পাকিস্তানী বাহিনীর হত্যাকাণ্ডে আল-বদর সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে, এবং ১৪ই ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পেছনে প্রধান ভূমিকা রাখে।

নিজামীর নেতৃত্বাধীন আল-বদরের পরিকল্পনায় সংঘটিত এই হত্যাকান্ডে সারাদেশে শত শত বাঙালি বুদ্ধিজীবীকে অপহরণ ও হত্যা করা হয়। . * ১ যুদ্ধাপরাধ * ২ নিজামীর অপকীর্তি সম্পর্কে ১৯৭১ সালে পত্রিকায় প্রকাশিত তথ্য * ৩ বহি:সংযুক্তি * ৪ তথ্যসূত্র যুদ্ধাপরাধ নিজামীর রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয় ইসলামী ছাত্র সংঘের মাধ্যমে। এই দলটি বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির হিসাবে পরিচিত। ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময়ে নিজামী পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা দেয়ার জন্য আল বদর বাহিনী গঠন করেন। তিনি এই বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেন।

আল বদর বাহিনীর নেতা হিসাবে নিজামী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে অত্যাচারের ডাক দেন। ১৪ই নভেম্বর ১৯৭১ তারিখে জামাতের মুখপাত্র দৈনিক সংগ্রাম পত্রিকাতে প্রকাশিত একটি নিবন্ধে নিজামী ঘোষণা দেন, "It is our conviction that the day is not far off when, standing side by side with our armed forces, our youth will raise the victorious flag of Islam the world over by defeating the Hindu Army and finishing off Hindustan".বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কাজকর্মের জন্য নিজামীকে মইত্যা রাজাকার নামে অভিহিত করা হয়ে থাকে। . নিজামীর নেতৃত্বে আল বদর বাহিনী বাঙালিদের বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ ও হত্যাকাণ্ডে লিপ্ত হয়। ১৪ই ডিসেম্বর ১৯৭১ তারিখে আলবদর ও পাকিস্তান সেনাবাহিনী সারা দেশে শত শত চিকিৎসক, শিক্ষক, লেখক, প্রকৌশলী, ও অন্যান্য বুদ্ধিজীবীকে অপহরণ করে নিয়ে যায়, এবং সুপরিকল্পিত ভাবে তাদের হত্যা করে। [সম্পাদনা] নিজামীর অপকীর্তি সম্পর্কে ১৯৭১ সালে পত্রিকায় প্রকাশিত তথ্য দৈনিক সংগ্রাম পত্রিকায় ১৩ এপ্রিল, ১৯৭১ তারিখে প্রকাশিত "ভারতীয় চক্রান্ত বরদাস্ত করব না" শিরোনামের খবরে শান্তি কমিটির মিছিলের ছবি সম্পর্কে বলা হয়, "মিছিলের পুরোভাগে নেতৃত্বের মধ্যে ছিলেন পূর্ব পাকিস্তানের জামাতে ইসলামী প্রধান অধ্যাপক গোলাম আযম, খান এ, সবুর, পীর মহসেন উদ্দীন ও ইসলামী ছাত্র সংঘের জনাব মতিউর রহমান নিজামী।

"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।