আমাদের কথা খুঁজে নিন

   

হিফাযতে জামাতের হাস্যকর মিথ্যাচারিতা তাদের মুনাফিক প্রমান করে ( ছবি ব্লগ )

... লাশ এর অভিনয় করে শুয়ে থেকে ছবি তোলা এবং পরবর্তীতে হাজার হাজার মানুষ মরেছে গুজব রটিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টির যে অপচেষ্টা বি.এন.পি, হেফাজত-জামাত মিলে করেছিল... দেখুন কিভাবে পুলিশ আসার সাথে সাথে পরে থাকা রক্তমাখা লাশ উঠে দাড়াচ্ছে। ছাগুরা ফেসবুকে এবং তাদের পক্ষের বিভিন্ন গম মাধ্যমে ফটোসপ এডিটেড ছবি অথবা সাজানো নাটক করে ছবি তুলে তা প্রকাশ করে সাধারন মানুষ এর সহানুভুতি পাওয়ার চেষ্টা করছিল। কিন্তু ছাগু তোরা কি জানিস না, সত্য কখনো চাপা থাকে না। মতিঝিলে যৌথবাহিনীর অভিযানে নিহতের সংখ্যা নিয়ে একেরপর এক মিথ্যাচার করছে জামাত-শিবির আর হেফাজতের সমর্থকেরা । আর এতে জড়ানো হয়েছে বিজিবির হেডকোয়ার্টার পিলখানা কে ।

ছবিটি দেখুন । বিদেশী একটি ছবিকে পিলখানা সাজিয়ে ছাগুদের মিথ্যাচারের নমুনা দেখুন । আসল ছবিটি ২০১২ সালের ১২ মে'র । লিঙ্কঃ এক বৃদ্ধের ছবি দেখুন আসল লিঙ্ক তাদের আর এক মিথ্যাচারিতা- মুল ছবি দেখুন তারা এই ছবি দিয়েও বলেছে যে তাদের লোকজন- মুল ছবির লিঙ্ক আরো কিছু মিথ্যা প্রচার দেখুন- পরিশেষে - হিফাযতে জামাত চরম মিথ্যাচার করেছে । মুলত মুনাফিকরা মিথ্যাবাদি আর মিথ্যাবাদির উপর আল্লাহ পাকের লানত ।

মৃত্যুর পুর্ব পর্যন্ত এরা তাদের শয়তানি খাছলত চালিয়ে যাবে । এদের জন্য রয়েছে ইহকালে লাঞ্ছনা-গঞ্ছনা আর পরকালে যব্বুল হজুন জাহান্নাম । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.