আমাদের কথা খুঁজে নিন

   

এন্ড্রয়েড অ্যাপস কথনঃ পুল মাস্টার প্রো

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   পুল মাস্টার প্রো অ্যাপসটি গুগল স্টোরে পাবেন গেমস ক্যাটাগরির স্পোর্টস অংশে। গেমটি ডেভলপ করেছে এন্ড্রয়েড অ্যাপস ডেভলপার টেরানড্রয়েড।

অ্যাপসটির রেটিং ৪.৪ এবং এটি প্রায় দেড় লক্ষের বেশি লোক ডাউনলোড করেছেন। মাত্র ৩.১মেগাবাইটের এই অ্যাপসটি দিয়ে আপনি পুল খেলার মজা নিতে পারবেন। এতে থাকছে টাচের মাধ্যমে স্টিক নড়ানো এবং গতি নিয়ন্ত্রণের সুবিধা। গেমটিতে ৮বল এবং ৮বল উভয় ধরনের পুল খেলতে পারবেন এছাড়া প্রতিপক্ষ হিসেবে নিতে পারবেন সিপিইউ, অন্য কোনও খেলোয়াড় বা নিজেকেই। ইন্টারনেট কানেকশন থাকলে আন্তর্জাতিক টপ লিডার বোর্ডে নামও লেখাতে পারবেন।

এছাড়া আরকেড মোডে প্রায় ৯০টি চ্যালেঞ্জ খেলার সুযোগ থাকছে। এ গেমের অন্য একটি ভালো দিক হল টেবিল অথবা স্টিক নিজের পছন্দমতন বদলে নেবার জন্য কিছু অপশন থাকছে। এছাড়া গেমটির সাউন্ডও বেশ ভালই বাস্তবসম্মত। এনিমেশনও ভালই বলা চলে। অ্যাপসটি পুল খেলতে খেলতে সময় পার করতে পারবেন অনায়াসেই।

অ্যাপসটির পিছিয়ে থাকা দিক তেমন একটা নেই, তবে এর মেনু অপশন সিস্টেম আরেকটু উন্নত এবং দৃষ্টিনন্দন করা যেত বলে আমার মনে হয়। গেমটির সর্বশেষ ভার্শন ২.৪৪ আপনার এন্ড্রয়েড ফোনের জন্য একদম বিনামুল্যে নামাতে পারবেন এই লিঙ্ক থেকে। অ্যাপসটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.