আমাদের কথা খুঁজে নিন

   

ছবিতে দেখুন মধ্যপ্রাচ্যের দুবাই , কি ছিল , কি হয়েছে আর কি হবে (ছবি ব্লগ)

ব্লগের একমাত্র অলস ব্লগার । দুবাই সংযুক্ত আরব আমিরাতের একটি রাজ্য । কিন্তু দুবাই আজ নিজ গুণে নিজ দেশ কেও ছাড়িয়ে গেছে । একটা দেশকে ছাপিয়ে গিয়ে কোন রাজ্যের অনেক বড় হয়ে ওঠার একমাত্র নিদর্শন হচ্ছে দুবাই । সেই দুবাই শহরের বিবর্তন নিয়ে আজকের ছবি ব্লগ ১. ১৯৯০ পূর্ববর্তী দুবাই শহর ২. সেই একই রাস্তা(১ নং ছবি) ২০০৩ সালে ৩. সেই একই রাস্তা(১ নং ছবি) ২০১০সাল ৪. ক্রেনের জঞ্জাল ।

বিশ্বের ১৫-২৫% ক্রেনই এখন দুবাইতে সংরক্ষিত । আর এগুলো ব্যবহৃত হচ্ছে সুউচ্চ ভবন নির্মাণে ৫. রাতের দুবাই ওয়াটারফ্রন্ট । নির্মাণ শেষে এটা হবে বিশ্বের সবচেয়ে বড় ওটারফ্রন্ট ৬. দ্বীপটি সহ এর সবকিছুই গত ৫ বছরে তৈরি করা । দ্বীপটি দেখতে পাম গাছের মত ৭. দ্য পাম আইল্যান্ড । নিউ ডাচ ড্রেজিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই প্রকান্ড দ্বীপটি ।

এটি বিশ্বের সর্ববৃহত কৃত্রিম দ্বীপ যা কিনা স্পেসশীপ থেকেও দেখা যায় । তিনটি পাম দ্বীপের মধ্যে এটিই সবচেয়ে বড় । ৮. নির্মাণ শেষে এখানে থাকবে ২০০০ ভিলা , ৪০ টি বিলাসবহুল হোটেল , শপিং মল , মুভি থিয়েটারসহ অন্যান্য সুযোগ সুবিধা । আশা করা যাচ্ছে এর ধারণ ক্ষমতা হবে ৫ লাখেরও বেশি মানুষ ৯. দ্য ওয়ার্ল্ড আইল্যান্ড । ৩০০ টি কৃত্রিম দ্বীপের সমন্বয়ে তৈরি এই পৃথিবী আকৃতি দ্বীপ ।

প্রতিটি দ্বীপ তৈরিতে খরচ পরেছে প্রায় ২৫-৩০ মিলিয়ন ডলার । ১০. দুবাইয়ের বুর্জ আল আরব হোটেল । বিশ্বের একমাত্র ৭ তারকা বিশিষ্ট বিলাসবহুল হোটেল । এটিও একটি কৃত্রিম দ্বীপের উপর প্রতিষ্ঠিত । ১১. হাইড্রোপোলিস , পৃথিবীর প্রথম হোটেল যা কিনা পানির নিচে অবস্থিত ।

এটি প্রথমে জার্মানিতে তৈরি করে দুবাইতে এনে প্রতিষ্ঠিত করা হয়েছে । ১২. বুর্জ আল আলম । নির্মাণ শেষে এটি হবে বিশ্বের উচ্চতম হোটেল । ৪৮০ মিটার উচ্চতার হোটেলটি তাইপে ১০১ থেকে মাত্র ২৮ মিটার ছোট । উফফ ছবি ব্লগ অনেক কষ্টের কাম তবে এগুলোই শেষ নয় , পরের ছবিগুলো আসছে কালই উৎসর্গঃ দুবাই তথা সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সকল ব্লগারকে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.