আমাদের কথা খুঁজে নিন

   

মিষ্টির দোকান!!

এখানে পিঁপড়ার কামড় ফ্রি!! আজ বিকেলে ফজলুল হক হলের সামনের দোকানে নাস্তা করার সময় এক ছোটভাই এসে জিজ্ঞেস করছে- ভাই, কি করি কন তো। হাতে ট্যাকা পয়সা কিছু নাই। কি যে করুম কিছুই বুইঝা পাইতেসি না। কিছু একটা কন ভাই। আমি পড়লাম মোটামুটি ফ্যাসাদে।

ছোটভাই এমনভাবে বুদ্ধির জন্য চাপাচাপি শুরু করেছে মনে হচ্ছে আমি বুদ্ধি না দিলে ব্যাটা না খায়া মরব। তাকে বললাম- শোন,এখন পড়ালেখা কর। আরো কিছুদিন যাক। মাত্র তো ফার্স্ট ইয়ারে ভর্তি হইসিস। একটু বড় হ,তখন নিজেই নিজের বুদ্ধি খুইজা পাবি।

এটা শোনার পর ওর চাপাচাপি শুরু হলো বাড়তি রকম। আমি তাকে শান্ত করার জন্য বললাম- শোন,তোর পরিচিত কোন মিষ্টির দোকান আছে? -আছে ভাই। কিন্তু কেন? -আরে বেটা বুদ্ধি চাইসিস তোরে বুদ্ধি দিতেসি। খালি প্রশ্ন করবি না। -জ্বি ভাই।

-তোর পরিচিত মিষ্টির দোকান থেকে আজকেই দুই মণ(৮০কেজি) মিষ্টি কিনবি, প্রতি কেজি ১৬০টাকারগুলা কিনবি। ট্যাকা লাগলে আমারে কইশ। -এত মিষ্টি দিয়া কি হবে ভাই? -তুই কি বুদ্ধি শুনবি নাকি? -জ্বি ভাই,আর কোন প্রস্ন করুম না। আপনি বলে যান। -কালকে বিকাল পর্যন্ত সেগুলা মিষ্টির দোকানেই রাখবি।

ডেলিভারি নিবি বিকালের পর। এরপর তুই সেই মিষ্টিগুলো নিয়ে চানখার পুলে বসেযাবি। প্রতিকেজি ২৫০-৩০০নিবি। যার কাছ থেকে যেমন পারিশ। খদ্দের দৌড়ের উপর তোর মিষ্টি কিনবে।

যদি ২৫০টাকায়ও বেচিস তাহলেও দিন শেষে তোর হাতে ৭২০০টাকা থাকবে। একদিনের সহজ ব্যবসা। রাজি হইলে নাইমা যা। - ভাই,বুঝলাম ১৬০টাকা দিয়া কিন্না রাইখা দিমু,কিন্তু মাইনসে ২৫০টাকা দিয়া কিনব কিয়ের লাইগা? -আরে বেটা বলদ,কালকে বাংলাদেশে দুইটা খুশির খবর মানুষের কাছে পৌছাইতে যাইতেসে। ১) কালকে মেট্রিক পরিক্ষার ফলাফল দিবে।

২) কালকে কামারুজ্জামানের রায় দিবে। মেট্রিক পরিক্ষার রেজাল্টের দিন কখনো শুনেছিস দুপুরের পর দোকানে মিষ্টি থাকে? তার উপর তুই বিকালে মিষ্টি দিচ্ছিস। তার উপর টাটকা। ২৫০ কেন তুই ৫০০টাকা কেজি কইলেও মানুষ কিনবে। এসব উপলক্ষ প্রতিদিন আসে না।

এবার তুই যা মিষ্টির অর্ডার দিয়া আয়। নইলে কিন্তু হাতের কাছ থেকে ৭২০০টাকা নগদ গেল!! জ্বি ভাই বলে ছোট ভাইযে গেল তারে আর রাত নাগাদ দেখা পেলাম না। আল্লাহই জানে মিষ্টির ব্যাবস্থা হয়েছে কিনা! নইলে গেল কিন্তু নগদ ৭২০০টাকা! সকল মেট্রিক পরিক্ষার ফলাফল প্রার্থিদের জন্য শুভ কামনা। সাথে শুভকামনা দেশবাসীর জন্য। আশাকরি দেশের আরেকটা কলংকের দাগ মুছার আনন্দ পাব।

ভাল থাকবেন সবাই! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.