আমাদের কথা খুঁজে নিন

   

মিষ্টির টাকাটা....../উবন্তু এবঙ হতাশা

শেষ বারের মতো সতর্ক করছি...

ব্লগে উবন্তু সম্পর্কে পড়ে। আগ্রহ জন্মে বাজারে খুঁজ নিয়ে দেখি কোন সিডি নাই। কি করা যায়। এ ব্যাপারে ব্লগে অনেকের কাছে পরামর্শ চেয়েছি। শেষ পর্যন্ত একটা ঠিকানা পেলাম।

ডাউনলোড উবন্তু। কিন্তু পি৬ যারা ব্যাবহার করে তাদের জানা আছে। এই ডাউনলোড করার চেয়ে ফুলসিরাতে পোল পেরুনো অনেক সহজ। পিছু হটলাম। কিন্তু আগ্রহ কোন ক্রমেই থামতে চায়না।

আবার গেলাম উবন্তুর উয়েব সাইটে। এবার সিডির জন্য এপ্লিকেশন পাঠালাম। তারা জানাল ছয় থেকে দশ সপ্তাহ লাগতে পারে। এবঙ আমাকে বলাহল তারচেয়ে ডাউনলোড অনেক ভাল পদ্ধতি। তারাতো বলতেই পারে কারন তাদের তো গ্রামীনফোনের পি৬ প্যাকেজ সমন্ধে কোন ধারনাই নাই।

এক সময় ভুলে গেলাম কিন্তু সব নিরাশারও একটা শেষ আছে। আমার নামে গত তিন দিন আগে একখানা খাম আসে উপরে UK লেখা। নেদারলেন্ড থেকে আসছে। এবার আর আমাকে পায় কে । যে করেই হোক উবন্তুতে শিফ্ট হয়ে যাব।

থাকবনা আর উইন্ডোজের জগতে। হায় হায় আমার ডিভিডি প্লেয়ার নষ্ট। কি করি হাতে সব সময় এত টাকা থাকেনা। বাজারে ডিভিডির দাম আর নেট ঘেটে উবন্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করতে থাকি। আজকেই সেই মহেন্দ্র ক্ষন।

দুটোই মিলে গেল। বাজারে গেলাম। samsung ডিভিডি রাইটার কিনে নিয়ে বন্ধু বান্ধবকে মিষ্টি খাইয়ে বাসায় আসলাম। ডিভিডি কাজ করছে না। কেমন লাগে।

কোন ভাবেই ডিভিডির ট্রে খুলা যাচ্ছে না। কয়েক বার ক্যাবল ঠিক ঠাক আছে কিনা চেক করলাম। কম্পু রিষ্টার্ট করলাম। কিন্তু যেই লাউ সেই কদু। দোকানে ফোন করলাম।

বলে নিয়ে আসেন। দোকানদার বিশাল হৃদয়ের মানুষ নিতেই আর একটা দিয়ে দিল। আমি এবারও নাচতে নাচতে বাড়ি আসলাম। ও আনার সময় চেকে করে আনলাম । সব ঠিক আছে এবার উবন্তুর সিডিটা রেডি।

এবারও কোন ভাইবেই ডিভিডির ট্রে খুলতে পারছিনা। সেই একই কেস। মেজাজটা কেমন হয়?ঠিক ধরেছেন। তেমনই হয়েছে। একবার ভাবি ভেংগে ফেলি আবার টাকার চিন্তুা করি।

দিলাম দোকানে ফোন। সে বলে পিসি নিয়ে আসেন বারবার ড্রাইব জ্বালাচ্ছেন। নিয়ে গেলাম। দেখল পাউয়ার সাপলাইয়ের লাইন আইডি থেকে সাটা করার যে কয়েক ইঞ্চি তার তাতেই প্রভলেম। কুড়ি টাকা দিয়ে আর একটা আইডিভি থেকে সাটা কনর্ভাটার কিনলাম।

এবার বাড়ি ফিারার পালা। কিন্তু দোকান দার বেকে বসল। না নতুন কোন ড্রাইভ দেয়া যাবেনা। ঢাকা থেকে ঠিক করেএনে দিতে হবে। তার পর দোকান দারের সাথে..........।

শেষ পর্যন্ত আমার ভান্ডারের সকল তেল শেষ করে পিসিটা নিয়ে ফিরে আসি। এক সপ্তাহ পড়ে খবর নিতে বল্ল। দেখি কি হয়। কোথায় তিন বার যাতায়ত খরচ?নিরাশার মাঝে ডিভিডি?ঠিক করে অনলে আবার ঢাকা পাঠানো বাবদ কত দিতে হবে? এখন ভাবছি বন্ধুদের মিষ্টিটা যদি না খাওয়াতাম তাহলে কিছু টাকা বেচে যেত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.