আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোজ ৭ / ভিস্তাতে GIF এ্যানিমেশন দেখতে পারছেন না? এবার দেখুন, ডিএনডি ফটো ভিউয়ারে [ফুল ভার্সন, ফার্স্ট রিলিজ]...

তন্ময়-অন-রান.ব্লগস্পট.কম এটা একটা ফটো ভিউয়ার, কিছুটা উইন্ডোজ এর ডিফল্ট ফটো ভিউয়ার এর মতোই। কিন্তু আমি এটা লিখেছি কারণ উইন্ডোজ ৭ এ আমি GIF ফাইল ওপেন করলেও এ্যানিমেশন দেখতে পাই না, স্টিল ছবি দেখায়। এক্সপি তে এই সমস্যা ছিলো না। আর তাই আমি এটা লিখেছি। এটাতে GIF এ্যানিমেশন দেখতে পারা যাবে।

সফটওয়্যারটি প্রথমে ইনস্টল করে নিন। আপনি শুধু প্রথমবারের মতো GIF ফাইলের সাথে এই সফটওয়্যারটিকে এ্যাসোসিয়েট করে দিন, ব্যাস, এরপর থেকে যখনি GIF ফাইল ওপেন করবেন তখন তা এই সফটওয়্যারটি দিয়ে ওপেন হবে এবং এ্যানিমেশন দেখতে পারবেন। পাশাপাশি আপনি এ্যারো কী ব্যবহার করে ঐ ফোল্ডারের অন্যান্য GIF, JPG, PNG ফাইলগুলোও দেখতে পারবেন, জুম করতে পারবেন। যেভাবে ফাইল এ্যাসোসিয়েট করবেন: ১. কোন GIF ফাইলে রাইট ক্লিক করে Open With > Choose Default Program যান। ২. এবার ব্রাউজ বাটনে ক্লিক করুন ৩. যেখানে সফটওয়্যারটি ইনস্টল করেছেন সেই ফোল্ডারে যান (সাধারণত, C:\Program Files\DND Photo Viewer), এবং PhotoViewer.exe ফাইলটি ডাবল ক্লিক করুন, উইন্ডোটি ক্লোজ হয়ে আগের উইন্ডোতে ফেরত আসবেন।

৫. লক্ষ্য রাখুন যে "Always use the selected program to open this kind of file" চেকবক্সটি চেকড আছে, না থাকলে চেক করে দিন। ৬. এবার ওকে তে ক্লিক করুন। ব্যাস হয়ে গেলো। এখন থেকে যখনই কোন GIF ফাইল ওপেন করবেন তখনই সেটা DND Photo Viewer এ ওপেন হবে এবং আপনি এ্যানিমেশন দেখতে পারবেন যদি তা এ্যানিমেটেড হয়। এটা হচ্ছে ডিফল্ট উইন্ডো: এটা হচ্ছে হেল্প উইন্ডো, এখান থেকে বিভিন্ন অপারেশন জানতে পারবেন।

মেনুবারে হেল্প > হেল্প এ যেতে হবে। এই উইন্ডোতে সফটওয়্যার আর আমার সম্বন্ধে বলা আছে। মেনুবারে হেল্প > এ্যাবাউট এটা হচ্ছে সেটিংস প্যানেল। আপাতত আপনার জন্য একটাই সেটিংস, সেটা হলো স্লাইড শো এর দুটি ছবির মধ্যকার সময়। মেনুবারে সেটিংস এ ক্লিক করুন।

বি:দ্র: এটি এই সফটওয়্যারের একটি প্রথম ভার্সন তাই এতে বাগ থাকতে পারে, অনুগ্রহ করে কোন বাগ পেলে আমাকে জানাবেন। সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ______________ ব্যাক লিংক :: ডোন্ট ক্লিক  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.