আমাদের কথা খুঁজে নিন

   

মায়ের জন্য: জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পতাকা নিয়ে ছবিব্লগ

২. ব্যক্তির চেতনা একটু হলেও লুপ্ত হয় যখন সে কোন প্রতিষ্ঠানে যুক্ত থাকে। ১. যদি চতুর্দিক বন্ধ নিরেট পাথরের ভিতরেও কেউ ভাল কাজ করে, তবু সেটার কল্যাণ পৃথিবীতে ছড়াবেই। (এটি হাদিস।) ০.সাপের মাথা বাদে বাকি পুরোটাই লেজ। সো, লেঞ্জা ইজ কোয়াইট ইম্পসিবল টু হাইড। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী... ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ভরে জয় বাংলা বলতে মন আমার এখনো কেন ভাবরে মন? হারানো বাংলাকে আবার তো ফিরে পাব শৌর্যে বীর্যে কোথায় আছে হায়রে এমন সোনার খনি? বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নেইকো শেষ, বাংলাদেশ! তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে- তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাঁথা... ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ওগো মা, তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে, তোমার পরেই খেলা আমার দু:খে সুখে... তুমি অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে- তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা... আমি কাটানু দিন ঘরের কোণে, তুমি বৃথাই আমায় শক্তি দিলে, শক্তিদাতা- আমরা পরাজয় মানব না, তোমার মাটির একটি কণাও ছাড়ব না, আমরা শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি, তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি। মরি হায়, হায়রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো... মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন... ওমা আমি নয়নজলে ভাসি, সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি। জাগোরে সন্তান, হিন্দু-মুসলমান- থাকে থাকিবে প্রাণ, নাহয় যাইবে প্রাণ... ভয় কী মরণে, রাখিতে সন্তানে- মাতঙ্গী মেতেছে আজ রমণও রঙ্গে তা থৈ তা থৈ থৈ তাকি তাকি থম থম ধূর্ত পিশাচ নাচে যোগিনী সঙ্গে আমরা যা খুশি তাই বলি আবার তার খুশিতেই চলি আমরা নই বাঁধা নই বাঁধা কারো দাসের দাসত্বে ঊষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুঁটাব তিমির রাত বাঁধার বিন্ধ্যাচল। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি জেনে নিক দুর্বৃত্ত  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.