আমাদের কথা খুঁজে নিন

   

মায়ের ...

সুখীমানুষ রাখাল ছেলের বাঘ আসে বাঘ আসে খেলা আর একবার হয়ে গেল আমার মা আর মৃত্যুর মধ্যে। দ্বিতীয় বারের মত ব্রেইন ষ্ট্রোক হয়ে কোমা'য় চলে গিয়েছিলেন। মাসখানেক আগে চব্বিশ ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরে পেয়েছিলেন। চোখ খোলে আমাকে বলেছিলেন "তুমি আইছো"? এবার চার দিন পর চোখ খোল্লেন। বড় আপাকে দেখে বল্লেন "জি, শীত লাগে"।

সর্বময় ক্ষমতা নিয়ে যিনি সব নিয়ন্ত্রন করছেন তিনি অন্তত জানেন মা ছাড়া আমদের জীবন কতটা শীতল হয়ে যাবে। তিনি মা'কে সুন্থ রাখুনন। এই বিপদের দিনে আর্থিক / মানসিক ভাবে যারা "A friend in need, a friend indeed" হয়ে পাশে দাড়িয়েছিলেন তাদের সুখে দুঃখে দাড়ানোর সুযোগ যেন করে নিতে পারি। আমার কাছের বন্ধু যাদের মা বাবা নেই তাদেরকে প্রায়ই আমি বলি, আমার মা বাবা ধার দিবো। ধার দেয়া মহৎ কাজ।

পরম করুণাময় তুমি আমার বাবা মাকে আরো অনেক বছর আমাদের মধ্যে রেখো। আমি বন্ধুদের যাদের মা বাবা নেই তাদেরকে যেন এত ভালো মা বাবা ধার দিতে পারি আরো বহু বছর। মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম জুতা বানাইলেও শোধ হবে না আমার মা গো... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.