স্বপ্ন দেখুন, একদিন সত্যি হবেই...
সম্প্রতি গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহীর সংসদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনা, খালেদা জিয়া, আমি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেককে নিয়ে ব্লগে অশালীন কুৎসা রটানো হয়। যার সঙ্গে বক্তব্যের কোনো সম্পর্ক নেই। দুয়েকটা পত্রিকা নীতিগত ও সম্পাদকীয় নীতি অনুযায়ী অশালীন মন্তব্য ছাপে না। সবাইকে ব্লগ মডারেট করতে হবে। কারণ ব্লগ এখন পর্নোগ্রাফিতে পরিণত হয়েছে।
’
মন্ত্রী আশরাফের এই বক্তেব্য সঙ্গে অভিন্ন মত প্রকাশ করে সম্প্রতি বিডিনিউজটোয়েন্টিফোর.কমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালেদী বলেছেন, ‘কোনো ব্যক্তির নামে কল্পকাহিনী, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কথা ব্লগ কিংবা ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটেও প্রকাশ অনুচিত। ’
তিনি আরো বলেন, ‘এটা এক ধরনের অপরাধ, আর এ ধরনের অপরাধ প্রতিরোধে সরকারকে অবশ্যই নতুন আইন করতে হবে। সম্প্রতি শীর্ষ পর্যায়ের এক রাজনীতিকও (পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম!!!) বিষয়টি নিয়ে কথা বলেছেন। তার সঙ্গে আমি একমত, আর এতদিন ধরে তা না করার দায় রাজনীতিক হিসেবে তারও স্বীকার করতে হবে’।
এখানে অনেকটাই স্পষ্ট যে তিনিও ব্লগকে পর্নোগ্রাফির সঙ্গে তুলনা করে দিয়েছেন।
আমার প্রশ্ন হচ্ছে ব্লগ যদি পর্নোগ্রাফি-ই হয় তাহলে হাজার হাজার টাকা খরচ করে বিডি নিউজ ব্লগ চালাচ্ছে কেন? তাদের পর্নোগ্রাফির দায় কে নেবে???
তথ্যসূত্র: শেরিফ আল সায়ার এর ব্লগ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।