আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক একাউন্ট হ্যাকিং

আমি অমানুষ, সব মানুষের সাথে আমার বাস। নাকি মানুষ আমি, আমার বসবাস সব অমানুষের সাথে ২০০৭ সালে আমি প্রথম প্রথমে ফেসবুকে একাউন্ট খুলেছি। আজ ২০১১ প্রায় শেষ। কয়েক শ বন্ধু, হাজার খানেক ছবি আর বিভিন্ন লিংক, লাইক পেইজ, আমার প্রিয় কিছু গ্রুপ আর বিভিন্ন তথ্যে আমারে ফেসবুক পেইজটি ছিল সুসজ্জিত। কয়েক দিন আগে একটি পর্ণো বিডিও লিংকের মাধ্যমে আমার একাউন্টটি হ্যাক হয়।

সাথে সাথে password and email address change করেও কাজ হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়েই এটি deactivate করে আবার নতুন একাউন্ট খুলেছি। সবকিছুই হারিয়েছি। আগের বন্ধুদের খুজে পেতে অনেক কষ্ট হচ্ছে। আগের একাউন্টটি ও খুলতে পারছি না, খুলা মাত্রই আমার নাম দিয়ে আমার বন্ধুদের ওয়ালে পর্ণো লিংক চলে যায়।

এমন কোন উপায় কি আছে যে এই ভাবে আমার আগের একাউন্ট টি খুললে কোন প্রবলেম হবে না। অথবা এ ঝামেলা থেকে আমি কি ভাবে স্থায়ী সমাধন পান কেউ কি বলবেন প্লিজ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.