আমাদের কথা খুঁজে নিন

   

"ব্লাক প্রোজেক্ট" এভিয়েশন দুনিয়ায় রহস্য আর আধারে ঘেরা নাম

এভিয়েশন দুনিয়ায় অন্যতম রহস্যময় নাম হল "ব্লাক প্রোজেক্ট" যেখানে আমেরিকা কঠোর গোপনীয়তায় তৈরি করে চলেছে নানা রকম যুদ্ধ বিমান। কঠোর গোপনীয়তায় কার্যক্রম চালালেও কি করে জানি ফাস হয়ে যায় এর কথা,যদিও আমেরিকা স্বীকার করে না প্রোজেক্টের কথা। কিছু বিমান প্রকাশ্যে দেখা গেছে আর কিছু সম্পর্কে খুব বেশী বা কোন প্রমাণই পাওয়া যায়নি,চলুন দেখে আসি কয়েকটি বিমান যা তৈরি করা হয়েছে "ব্লাক প্রোজেক্ট" এ TR-3A Black Manta TR-3A Black Manta হল অত্যাধুনিক গোয়েন্দা বিমান,ধারণা করা হয় ১৯৮০ থেকে ১৯৯০ সালের মধ্যে তৈরি করা হয় TR-3A Black Manta "ব্লাক প্রোজেক্ট" এর আওতায়, যা ব্যবহার করা হয় গালফ ওয়্যারে F-117A stealth fighter এর পাশাপাশি। এটাকে বলা হয় প্রথম ধাপের subsonic stealth aircraft যার তৈরি করেন Northrop Grumman A-12 Avenger II (and the Mysterious Jet that May Have Preceeded it) A-12 Avenger II এর ডিজাইন তৈরি করেন McDonnell Douglas and General Dynamics আর এর বিশেষত্ব ছিল যেকোনো আবহাওয়ায় উড়তে এবং বোমা বর্ষণ করতে পারা। বলা হয় ১৯৮৩ সালে তৈরি করা হয় A-12 Avenger II,কিন্তু কিছু ত্রুটি থাকায় চলতে থাকে এর উন্নয়নের কাজ,১৯৯১ সালে Secretary of Defense Dick Cheney এর কার্যক্রম বন্ধ ঘোষণা করেন কারণ প্রতিটি বিমানের তৈরিতে খরচ ১৬৫ মিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।

X-44 Manta X-44 Manta বিমানটির ডিজাইন করেন Lockheed Martin, আর ডিজাইনটা করা হয় F-22 Raptor যুদ্ধ বিমানের ডিজাইন থেকে। ডিজাইনটির সবথেকে বড় বৈশিষ্ট ছিল এটা ছিল লেজবিহীন,বড় ডানা আর খুব অনন্য কন্ট্রোল সারফেস। তাছাড়া এটার জ্বালানিও লাগত কম। ২০০০ সালে এর কার্যক্রম বন্ধ করা হয়। Aurora – Hypersonic Spyplane Aurora নামের Hypersonic Spyplane হল খুব আলোচিত একটি গোয়েন্দা বিমান,আলোচিত হওয়ার কারণ হল সামরিক ও এভিয়েশন বিশ্লেষকরা এই বিমানের কথা বার বার বল্লেও সঠিক কোন প্রমান এখনও কেউ দিতে পারেননি।

তাদের ধারণা বিমানটি উপরের ছবির মত দেখতে। Lockheed U-2 Lockheed U-2 বা ড্রাগন লেডী হল এক এঞ্জিন বিশিষ্ট খুবই কাজের গোয়েন্দা বিমান। এটা দিন ও রাতে সমান কার্যকারী। ১৯৫৫ সালে ১লা আগস্ট প্রথম উড্ডয়ন করে বিমানটি। Cold War এর সেই উত্তেজনাময় বছর গুলিতে Lockheed U-2 ভুমিকা রেখেছে ব্যাপকভাবে আমেরিকার জন্য।

এখনও এর কার্যক্রম অব্যাহত রয়েছে। মহাকাশ গবেষণা সংস্থা নাসাও বিমানটি ব্যবহার করে থাকে। B-2 Spirit B-2 Spirit বা Stealth Bomber খুবই পরিচিত একটি নাম। এটা খুবই কার্যকর একটি যুদ্ধ বিমান আমেরিকার জন্য। এটার ডিজাইন ও নির্মাণ করেছে Northrop Grumman,বিমানটি অন্যসব বোমা সহ পারমাণবিক বোমাও বহন ও ব্যবহার করতে পারে।

বিমানটি ৮০ টি 500 lb (230 kg)-class JDAM GPS-guided bombs বা ১৬ টি B83 nuclear bombs বোম বহন করতে পারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.