আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ দিবস খিচুরি

সাদা পিন বোর্ড টিনটিন এর একটা পোস্টে মনে হয় পড়েছিলাম ব্লগার দের কমেন্ট এর উত্তর সাথে সাথে দিবার নাই তাতে কোকিলের বাসায় কাকের ডিমের মত কিছু উরা মন্তব্য পাওয়া যায় । এই পোস্ট টা জিসান ভাই এর মন্তব্বের উত্তর হিসাবে লিকচিলাম কিন্তু সাইজ দেখে পরে পোস্ট হিসাবে দিয়ে দিলাম। এই কয়দিন আপনাদের উপর বেপক মডুগিরি করলাম । মানে কইসসা ওয়াচ করলাম । ব্লগ দিবস ।

টি এস ছি এর আড্ডা । আপ্নারা আসলেন , দেখালেন , আমারা দেখলাম । আমাদের সাত দিনের মুলা গাজর ধরায়া, আপ্নারা সাত দিনে দুদুবার করে আড্ডাইলেন । আমাদের লাভের দু আনা হল আপনাদের ফুডু দেইক্ষা ফালাইলাম । এখন জেকুনু মোড়ে জাইত্তা ডইরা কমু চা খাওান ।

ব্লগ দিবস আমি বেক্তিগত ভাবে খুব মনযোগ দিয়ে উপভোগ করেছি । ব্লগের বাতাস টা একটু একটু ধরতে পেরেছি । কী বূজেচী টা না হয় আমার মডারেশন এর আওতায় ই থাক । ব্লগ দিবসে আমি কুড়িয়ে পাওয়া চারানার মত পেলাম ১০ ব্লগার এর নাম । ফলাফল সকাল সাতটা বাজেও আমি দিস্কু বান্দরের ১৭ তম বিবাহ বার্ষিকী গিলতেচি।

আসিফ ভাইয়ের হজম শক্তির নমুনা দেখে বিস্মিত হইতেচি। রেজওয়ানা আপু বেপক বেস্ত একজন আপু হওা সত্তেও বিপুল সময় নিয়া পোস্ট গুলা কেম্নে দেন এইতা ভাইবা মাথা চুলকাইতেচি (কাওরে মনে হয় বেতন দিয়া রাকচে)। ফিউসান কেন ফাইব ?? ফউর বা সিক্স না কেন ?? । বাকিদের লিখা এখনও তেমন একটা পরতে পারি নাই এই কষ্টে নিল হয়া জাইতাসি গোদের উপর বিষ ফোড়া কে না হইয়া কে হইতে পারতো । এই্টা তো মাথায় আসে নাই ।

লুঙ্গি তুইলা দিলাম দৌড় আছার খায়া পরলাম দূর্যোধন আর হামার পৃষ্ঠায়। হামা তো দেখলাম ব্লগার নন রীতিমতো সাগর। প্রতিভা আর প্রতিভা । মাথা গরম হয়া যায় , পানি কাই আবার পড়ি। আমি মনে করি ডিস্কুর হিউমার আর দূর্যোধন এর কমিক টাইমিং এর কোন তুলুনা হতে পারে না ।

এইবার ডিস্কর জয় হোক আগামিতে দূর্যোধন এর কেতন উড়াব। সম্প্রতি জিসান ভাই ফারিয়া রিসতার ১ দিনে সেফ হওয়া নিয়ে একটা পোস্টে মন্তব্য করেছেন সামু তার দোকানে কি পণ্য উথাবে সেটা সামুর ব্যাপার । আসলেই আমরা কে হে যে নসিমন এর মত ভটভট করে আমাদের আগমন জানান দিব । সেফ হতে চাই না আমার ফাঁসি চাই। উপরের প্যারাটা ফারজুল আরেফিন ভাইকে উৎসর্গ।

পরিশেষ ছোট কালে সান্তনা পুরস্কার নামে একটা ব্যাপার ছিল। ব্লগ দিবসে জিসান ভাই কয়েক্টা উপাধি পেয়েছেন পরিবার প্রধান,পালের গোদা,বটগাছ (সুত্র- বিভিন্ন পোস্ট )। জিসান ভাইকে প্রতিটি ব্লগ দিবসে ১১ তম (দুধভাত) সেরা ব্লগার ( ব্লগে পরিবার প্রথার জনক )ঘোষণা করা হোক । তিনজন ব্লগার এর নাম নিয়ে শেষ করব মুখফোড় (ফিরে আসুন) ইনকগনিটো ( নিঃশব্দ সুন্দর ) ত্রি নি ত্রি ( আমার আজকের খিচুরির আচার) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.