স্বপ্ন ভালবাসি তাই স্বপ্ন দেখি অনেকেই দুই বা তিন ধরনের রং পছন্দ করেন কিন্তু যে রং আপনি বেশি পছন্দ করেন সেই রং অনুযায়ী আপনার চরিত্রটি কেমন দেখে নিন.......
আরেকটা কথা নিজেরটা দেখুন আর অন্যের চরিত্রটা কেমন তাও জেনে নিন
অন্যের চরিত্রটা কেমন তা জনার জন্য একটা কাগজে নিচে লেখা নয়টি রং লিখুন
কালো লাল সবুজ
তামাটে কমলা সাদা
হলুদ নীল বেগুনী
এবার যার চরিত্র নির্ধারণ করবেন তাকে দিন আর তাকে জিজ্ঞেস করুন কোন রং তিনি সবচেয়ে বেশি পছন্দ বা অপছন্দ করেন। তার জীবনের আনন্দময় মুহূর্তে যে রংটি তিনি বেশি পছন্দ করেন, সেই পছন্দসই রং অনুযায়ী তার চারিত্রিক বৈশিষ্ট্য সেই সময় বেশি ফুটে উঠবে। আর খারাপ সময়ে যে রংটি তিনি বেশি অপছন্দ করেন-সেই রং অনুযায়ী তার চারিত্রিক বৈশিষ্ট্য সেই সময় বেশি ফুটে উঠবে।
নিচের বিস্তারিত থেকে জেনে নিন
যে রং সবচেয়ে বেশি পছন্দ (সুখের সময় বেশি দেখা যাবে)
কালো: বিপদ এবং হতাশাযুক্ত মনোভাব। নিঃসঙ্গ থাকতে ভালো বাসেন।
তামাটে: শান্ত এবং রুচিসম্পন্ন। সহসা উত্তেজিত হন না। বরং বলা যায় সংযত।
বেগুনি: সংরক্ষণশীল। সেই সঙ্গে অত্যান্ত একগুঁয়ে।
নিজের একগুঁয়েমি বা জেদপ্রকাশ করতে ভালবাসেন।
লাল: প্রফুল্ল। হইচই প্রিয়। জীবনের উজ্জল দিক সম্পর্কে উৎসাহী। কিন্তু ততটা মার্জিত রুচি সম্পন্ন নন।
কমলা: হঠাৎ রেগে যায়। কথায় কথায় বিরক্তি প্রকাশ করে। অনেকাংশে ভাব প্রবণ।
হলুদ: জীবনের উজ্জল দিকই বেশি পছন্দ। আউটডোর গেমসের প্রতি আগ্রহী।
শহর অপেক্ষা গ্রামাঞ্চলই বেশি পছন্দ।
সবুজ: বৃদ্ধ হতে চান না। বয়স লুকিয়ে রাখতে আগ্রহী। অপেক্ষাকৃত কম বয়স্ক, কম বয়স্কাদের সঙ্গে মেলামেশা করেন। যুব জনোচিত কাজ করতে ভালবাসেন।
নীল: গভীর চিন্তা করেন, বিশেষ উদ্বেগও প্রকাশ করেন। মেজাজটি অস্থির- কখনও প্রফুল্ল, আবার বিষাদগ্রস্ত এবং ভাবপ্রবণ।
সাদা: পবিত্র মন। পরিষ্কার এবং মার্জিত রুচি সম্পন্ন। মাঝে মাঝে বিনয়ের ভাণ করেন।
যে রং সবচেয়ে বেশি অপছন্দ (দুঃখের সময় বেশি দেখা যাবে)
কালো: সৎ এবং নীতিপরায়ণ, অবৈধ কাজকে ঘৃণা করেন।
তামাটে: সহজ জীবন ধারা। কোন ব্যপারেই সিরিয়াস নন। প্রতিশ্রুতি রক্ষা করতে আগ্রহী না। বরং বলা যায় আশাবাদী।
বেগুনি: মার্জিত রুচি সম্পন্ন। সংস্কৃতবান, জীবনধারা সংযত। কোন ভাণ বা ভণিতা নেই।
লাল: ভাব প্রবণ। আচার-ব্যবহারে দিক থেকে শোভনতা ও শালীনতা বজায় রাখতে আগ্রহী।
কমলা: ঘরোয়া জীবনের প্রতিবেশি আগ্রহী। ক্লাবে বা উৎসবে মাঝে মাঝে অংশ গ্রহণ করে। তবে ইনডোর গেমসই বেশি পছন্দ।
হলুদ: শান্তশিষ্ট। প্রকৃতদত্ত প্রাপ্তিতেই সন্তুষ্ট।
নির্জন এবং নিঃসঙ্গ জীবন যাপনে আগ্রহী। সিরিয়াস ধরনের ব্যক্তি।
সবুজ: জীবনে খুব বেশি উচ্চাশা নেই। অল্পতেই তুষ্ট। যা পেয়েছেন বা পাচ্ছেন- তা নিয়েই সুখে থাকতে চেষ্টা করেন।
নীল: অহঙ্কারী। সমাজ জীবনের রীতি নীতিকেও অবহেলা করে চলেনা ভাবপ্রবণ নন। কর্কশ এবং স্থুলদৃষ্টি সম্পন্ন।
সাদা: প্রতারণা বা কপটতা করতে দ্বিধা নেই। অপরিষ্কার এবং ঢিলে ঢালা।
তেমন বিবেকবান বলা চলে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।