আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমরা যারা যখন Windows media player ও মোবাইলের মিউজিক প্লেয়ারে যখন mp3 গজল প্লে করি তখন অনেক গানের সাথে আমরা বিভিন্ন ছবি দেখতে পাই। অন্যনের ছবি দেখে আমার আপসোস করতাম যদি আমার ছবি এভাবে দেওয়া যেত, এই কাজটা Windows media player করা যায় কিন্ত একটা একটা করে করা যায়, আজ আমি আপনাদের এমন একটি Software এর সাথে পরিচয় করিয়ে দেব যার দ্বারা আপনারা এক সাথে অনেক গুলো গজলের সাথে নিজের ছবি দিতে পারবেন।
তাহলে আসুন নিয়মটা শিখে নিই।
প্রথমে এখানে ক্লিক করে Software টি ডাউনলোড করে নিন। তারপর অন্যান্য Software এর ন্যায় ইন্সটল করুন। এরপর চালুন করুন তাহলে নিচের মত দেখা যাবে।
এবার যে গজলে ছবি দিবেন গজল গুলো ওপেন করুন ওপেন করতে File>Add Directory> করে আপনার গজল দেখিয়ে দিন।
তাহলে আপনার পছন্দের গজল গুলো Directory মধ্যে চলে আসবে।
নিচের মত করে।
এবার Editমেনুতে ক্লিক করে Select All এ ক্লিক করুন অথবা কী-বোর্ড Ctrl + A দিন। তাহলে সবগুলো গজল সিলেক্ট হয়ে যাবে।
তারপর File >> Remove Tag এ ক্লিক করুন এর ফলে আপনি যে ছবি গুলো দেখে আপসোস করেছেন ছবি গুলো ডিলিট হয়ে যাবে।
এবার যে ছবি গুলো কে আপনার গজলের মধ্যে দিতে চান গুলো দিতে হলে Add cover বাটন এ ক্লীক করুন এবার আপনার ছবিটা দেখিয়ে দিন।
সবশেষে File >> Save Tag এ ক্লীক করুন। অথবা নিচের দেখানো মত ক্লিক করুন। ব্যাস কাজ শেষ এবার গজলটি চালু করে দেখুন মজা।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।