আবার অনেক দিন পর লিখতে বসলাম আজকে বড় দিনের ছুটি কোন কাজ নাই আবার একটা গুরুত্বপুর্ণ ব্যপারেও জানাতে বা যুক্তি খন্ডন করতে ইচ্ছে করছে তাই লিখছি। আমি যা বলতে চাই তা খুব ছোট ব্যপার, ছোট কথায় শেষ করে দিব। ভাল লাগলে প্লাস দিবেন তাহলে আমার সাথে একমত সেটা বুঝে নিব। যা বলতে চাচ্ছি তা হ্ল আমার শ্রদ্ধেও ডাঃ নায়িকের একটা যুক্তির বিরোধিতা বা তার যুক্তির একটু ভিন্ন ভাবে বলতে চাই, কিন্তু আমি তার খুব ফ্যান তার থেকে অনেক চরম অজানা জিনিস শিখেছি এবং ধর্ম গবেষনা করার সাহস ও অনুপ্রেরণা পেয়েছি। যাই হোক তার প্রায় সব যুক্তি এবং প্রমাণ আমার কাছে ভাল লাগে কিন্তু নিচের এইটা একটু ভুল বলে মনে হয়েছে তাই আমার যুক্তিটা জানাতে চাচ্ছি।
অনেক কেই দেখতে পাচ্ছি ফেসবুকে বিভিন্ন পেইজে এবং এবং ব্যক্তিগত স্ট্যাটাসে "ডাঃ নায়িকের" Marry Christmas এর একটা ছবি অথবা তার কথাটি আপডেট দিচ্ছে। প্রথমেই বলি যে, এটা Marry = (বিয়ে করা) হবে না, Merry = (উল্লাসিত, প্রফুল্ল, আনন্দজনম ইত্যাদি) হবে।
দুই হল তার দেয়া যুক্তিতে, আপনি এই সম্ভাসন করলে মেনে নিলেন যে, যীশু এই দিনে জন্ম নিয়েছে এবং সে আল্লার পুত্র কিন্তু কিভাবে????? how? আমি একজন মুসলিম হয়ে একজন খ্রীষ্ঠানকে এই কথাটা বলে শুধু এতটুকুই বলতে চাই যে, তোমার উৎসব আনন্দে কাটুক, পিতা-পুত্রের কোন ব্যপার আমার মনে হয় না কারো মনে থাকে, আমারো থাকে না।
আমার যুক্তি হলঃ সহিহ বুখারীতে মুহাম্মদ বলেছেন "তোমাদের সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল" তাহলে সেই অনুযায়ী ডাঃ নায়িকের এই যুক্তিটার ভিত্তি নাই। আমি সুরা ইখলাসের (১-৪) ১০০০০০০০% বিশ্বাস করি।
আমার কাছে এইটা শুধু একটা উৎসবের সম্ভাসন। আর ইংল্যান্ডে বা ওয়েস্টার্ণ কান্ট্রিতে কেউ আপনাকে এটা দিয়ে সম্ভাসন দিল আর আপনি সেটার জবাব না দিলে এটা খুব রুড ব্যাপার এবং অসামাজিক।
দুই কেউ কি "শুধু লা-ইলাহা ইল্লাহ..." বললেই মুসলমান হয়? হয় না, তাকে মনে প্রাণে বিশ্বাস করতে হয়। তাহলে আমি শুধু মুখে মেরী ক্রিস্টমাস বললেই এত বিশ্বাস ( যীশু এই দিনে জন্ম নিয়েছে এবং সে আল্লার পুত্র...) অটোমেটিক হয়ে যায় কেন কিভাবে???
তাই আমি মনে করি শুধু একটা সম্ভাসন বা সম্ভাসনের রিপ্লাই দিতে Merry Christmas বলা যাবে।
বি.দ্র. দয়া করে জাকির নায়িকের বিরুদ্ধে কিছু বলবেন না, শুধু মেরী ক্রিস্টমাস নিয়ে কথা বলি, অন্য বিষয়ে আমি যেতে চাই না।
ধন্যবাদ সবাইকে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।