আশায় বুক বাঁধা একজন মানুষ। যার যার ধর্ম নিজের কাছে । এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অভিবাদন জানানোটা দোষের কিছু নয় । কিন্তু যেখানে সরাসরি শিরক জড়িত , সেখানে আমাদের এইসব কতটা যুক্তিসঙ্গত ? কিছু পোলাপাইন না বুইঝাই ক্রিসমাস ক্রিসমাস লেইখা স্ট্যাটাস দিয়া ফাটাইয়া ফেলতেছে । এইটা লেইখা কি প্রমাণ করতে চায় তারা ? তারা খুব স্মার্ট ! আধুনিক !! তারা কি এটা জানে যে এই ক্রিসমাস খ্রিস্ট ধর্মমতে ঈশ্বর পুত্র জিসাস ((( হজরত ঈসা (আঃ)))) এর জন্মদিন হিসেবে পালন করা হয় ????? না জেনে না বুঝে আমরা কি এক প্রকার শিরক করে ফেলছি না ????? আর এই কথাগুলা বলার পর একজন নাম দেখে মুসলমান এ মনে হয় তার প্রতিক্রিয়া হচ্ছে এই ছবিটি - কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার জন্য এই পোস্ট নয় এর উদ্দেশ্য আমরা মুসলমানরা যেন সচেতন হই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।