আমাদের কথা খুঁজে নিন

   

পিসি গেমিং রিভিউ (পর্ব - ২) - Assassins' Creed Brotherhood

যখন যা ভাল লাগে তাই, নির্ভাবনার জীবন চাই না। চ্যালেঞ্জ ভাললাগে। গত পর্বের পরঃ Assassins' Creed - Brotherhood: এই পর্বে এজিও আদিতোরে দ্য ফিরেনজে (এজিও) তার যাত্রা শুরু করে। তার চাচা মারিও'র মৃত্যুর পর সে বুঝতে পারে ওর উপর এখন বিশাল দায়িত্ব। সমগ্র Assassins' দের নেতৃত্ব দেবার দায়িত্ব তার উপরই এসে পড়ে।

নিজ দেশ ফ্লোরেন্স থেকে পালাতে হয় তাকে। ভিলা আদিতোরে ধবংস করে দেয় পোপের সেনাবাহিনীর প্রধান চেসারে (Cesare)। চাচা মারিওর কাছে গচ্ছিত আপল-অফ-ইডেন নিয়ে যায় চেসারে। এজিও অনেক কষ্টে পালায়। রোমে গিয়ে Assassins' Brotherhood এর হাল ধরে সে।

ওদিকে বোর্জিয়াদের অত্যাচারে সাধারন মানুষ বিদ্রোহী হয়ে উঠেছে। ওরা আক্রমন করতে থাকে বোর্জিয়াদের। এজিও সাহায্য করে ওদের। ট্রেনিং দিতে থাকে সাধারন মানুষকে। তৈরি করে একেকজন সফল Assassin।

গেম এ দেখা যায় এজিও ইচ্ছে করতে ফাইটের সময় ওদের ডাকতে পারে। এটি খুবই মজার। একটি সুন্দর অপশন হল 'Arrow Storm' ! সামনে শত্রু? জাস্ট Arrow Storm দিন, উপর থেকে আপনার শিষ্যরা তীরের বন্যা বইয়ে দিবে। সমাজের অবস্থা হয় খুব অস্থিতিশীল। এজিওর বন্ধু লিওনার্দো-দ্য-ভিঞ্চিকে বোর্জিয়ারা ধরে নিয়ে যায় যুদ্ধ সরঞ্জাম তৈরি করে দিতে।

লিওনার্দো ওদের কামান বানিয়ে দেয়, যে কামান ওরই বন্ধু এজিওর বিরুদ্ধে ব্যবহার করা হবে। লিওনার্দোকে গোপনে দেখা করতে হয় এজিওর সাথে। ডাবল ব্লেড, প্যারাস্যুট ইত্যাদি দিয়ে তাকে সাহায্য করে। ওদিকে ফ্রেঞ্চরাও দখল নিতে আসে ওর মাতৃভূমির। বন্ধু বারতোলোমেও ডি'আলভানোর সাথে মিলে তাদেরও প্রতিরোধ করে।

বারতোলোমেওর স্ত্রীকে ধরে নিয়ে যায় ফ্রেঞ্চরা। এজিওর অসাধারন বুদ্ধিতে বেঁচে ফিরে আসে সে। মাজিক জীবনে বিভেদ চরম আকার ধারন করে। কে যেন এসাসিনদের গোপন খবর বোর্জিয়াদের গোপনে দিয়ে দিচ্ছে। সবাই সন্দেহ করে এজিওরই বন্ধু থিফদের প্রধান 'লা-ভোলপে' কে।

এজিও বিশ্বাস করত লা ভোলপে একাজ করতে পারেনা। প্রায় মারাই পড়তে যাচ্ছিল লা ভোলপে। শেষ মুহূর্তে তাকে মেরে ফেলা থেকে বাঁচায় এজিও। গেইমের শেষের দিকে এজিওর ভালবাসার মানুষ কাতারিনা এজিওকে পুরো মানবজাতির গ্রেটার গুডের তাগিদে তার জীবনের পথে সফলতার তাগিদে পালিয়ে যেতে সাহায্য করে। কাতারিনা যুদ্ধ করতে করতে মারা যায়।

বোর্জিয়াদের গোপন খবর জানতে কোর্টেসানদের ব্যবহার করতে হয়। এমন দুঃসময়ে এজিওর বোন ক্লদিয়া কোর্টেসানদেরপ্রধান হিসেবে আবির্ভূত হয়ে এজিওকে সাহায্য করে। নানান সংঘাতের সাথে ক্ষমতাধরদের মধ্যেও দেখা যায় অন্তর্দ্বন্দ। রড্রিগো বোর্জিয়াকে মারতে গিয়ে দেখে বোর্জিয়ারই ছেলে চেসারে তাকে বিষাক্ত আপেল খাইয়ে মেরে ফেলেছে। এজিও সেসারেকে ধরতে ভিয়েনা আসে।

সেখানে রক্তক্ষয়ী যুদ্ধের পর চেসারেকে এজিও এসাসিনেট করে। ওদিকে, এনিমাসের বাইরে লুসি, ডেসমন্ড দেখতে পায় এজিও আপল অফ ইডেনকে রোমান কলেসিয়ামে লুকিয়ে রেখেছে। ওরা রওনা হয় কলেসিয়ামের পথে। উদ্ধার করে Apple-of-eden। কিন্তু মিনার্ভা এসে ডেসমন্ড সহ সবাইকে প্যারালাইসড করে দেয়।

বলে, পরবর্তী ধাপে যেতে হলে একজনকে sacrifice করতে হবে। ফলে মিনার্ভার প্রভাবে ডেসমন্ড লুসিকে ছুরি মারে। মারা যায় লুসি। ছবিসহ রিভিউটি পড়তে চাইলে এই লিঙ্কে ক্লিক করুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.