রিয়াল এত শঙ্কা এত অবিচার পৃথিবী জুড়ে মন কাঁদে কারো বা হাসে কেউ বাঁচে কেউ মারে তবুও এক চিলতে রোদ এতটুকু আলো এই তো দূর করবে জীবনের যত জঞ্জাল যতটুকু কালো। আমাকে ঘিরে যত অনাচার সামনে কত শত হাহাকার হতাশার কালো চাদর নিমেষে গাঢ় অন্ধকার হারিয়ে যায় মুক্তির দ্বার। তবুও এক চিলতে রোদ এতটুকু আলো এই তো যথেষ্ট দূর হবে কালো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।