সময় কাটানোর জন্য ব্লগে লিখি
এই দুনিয়ার ক্ষুদ্র সময়কালে মানুস অনেক ভাল কাজ করে যায়, যা পরবর্তীতে মানুষের অনেক কাজে লাগে। যেমন আইনস্টাইন E=MC2 সূত্র দিয়ে গেছেন সেই কবে। তারপর এ থেকেই প্রচুর শক্তি উৎপন্ন করে মানুষ তার স্বাভাবিক জীবন যাপন করছে এবং জীবনকে আর ও অনেক সুন্দর করছে। আমরা আমাদের এই সমাজের দিকে তাকালে দেখতে পাব আমাদেরই অনেকেই আজ বিদেশ বিভুইয়ে গিয়ে সফল ব্যবসায়ী, উদ্যোক্তা,ডাক্তার,ইন্জিনিয়ার বা বড় আলেম বা সমাজের প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়েছেন। আজ সকালে একটা নিউজ মেইলে পেয়ে মনটা বড়ই খারাপ হয়ে গেল।
মনে করেছিলাম উত্তর দিব না। তারপর এসব বিষয়গুলো চিন্তা করে আবার উত্তর দিলাম। লিখলাম যে এ ব্যর্থ্তা আমাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবার প্রেরণা দিবে।
যাই হোক আমরা বাংলাদেশী জাতি হিসেবে অনেক সময় বড় বেশী আবেগী হয়ে পড়ি। আর রাগের মাথায় অনেকেই আবার আত্নহত্যার মত সবচাইতে হতাশাজনক পথ বেছে নেয়।
আসলে এটা কি সমস্যার চূড়ান্ত সমাধান? কখনোই না। খোদার দেওয়া এ সুন্দর জীবনটাকে নষ্ট করার অধিকার কাউকে দেওয়া হযনি।
একজন মা বা বাবা তার জীবিত অবস্থায় যখন সন্তনকে হারায় তখন তার অনূভুতি গুলো বুঝার মত লোক খুব কমই খুজে পাওয়া যায়। এটি তাকে সারাটাজীবন তাড়িয়ে বেড়ায়।
ব্যর্থতা জীবনের সফলতার একটা অন্যতম মাধ্যম।
আর তাই এটিকে যথাযথভাবে কাজে লাগিয়ে আসুন জীবনে নতুনভাবে গড়ে তুলি একটা সুন্দর পৃথিবী এবং সেই সাথে নিজের জন্য।
শেয়ার করুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।