আমাদের কথা খুঁজে নিন

   

পিসি স্লো... র্ফাস্টার করে নিন....//

পিসি স্লো হওয়ার মত সমস্যার সম্মুখিন হননি এমন কোন ইউজার সম্ভবত খুজে পাওয়া যাবে না। বর্তমানে যে হাবে পিসির প্রসেসর, RAM, ক্যাশ মেমরি ইত্যাদি বেড়েছে সেই হারে পিসি হয়েছে স্লো। একটি নতুন অপারের্টিং সিস্টেম এবং সাথে প্রয়োজনীয় সকল সফট ওয়্যার ইন্সটল করার পর কিছুদিনের মধ্যেই পিসির স্লো হওয়াটা অনেক বেড়ে যায়। এ সমস্যা থেকে উত্তরনের যে পথটি আমি খুজে পেয়েছি তা শেয়ার করলাম। ১।

ইন্সটলকৃত অনেক সফটওয়ারেরই স্টার্টাপ থাকে যা পিসি র্স্টাট হওয়ার সময়ে র্স্টাট হয়। যে সকল সফটওয়ার সবসময় ব্যবহার হয়না যেমন বিজয়, আইডিএম, টরেন্ট ডাউনলোডার ইত্যাদি এই গুলিকে পিসি স্টার্ট হওয়ার সময়ে লোড হওয়া বন্ধ করুন। পদ্ধতি: start > run > msconfig > startup এখানথেকে যে প্রগ্রাম স্টার্টটাপের সময়ে লোড হওয়ার প্রয়োজন নেই তার টিক চিহ্ণ উঠিয়ে দিয়ে ওকে করে বেরিয়ে আসুন। ২। উইন্ডোজ এবং ইন্টারনেট টেম্পরারী ফাইল, অপশনাল উইন্ডোজ কম্পেনেন্টস, রিসাইকেল বিন, অব্যবহ্রত রিস্টোর পয়েন্ট, ইত্যাদি ক্লিন করুন।

এই জন্য নিচে দেয়া কোডটুকু নোট প্যাডে কপি-পেস্ট করে "cleanpc.bat" নামে সেভ করুন। নিয়মিত এই প্রগ্রামটি একবার চালান। সর্তকতা: ডেস্কটপ, ডাউনলোড ফোল্ডারের প্রয়োজনীয় ফাইল সরিয়ে নিবেন। cd\ COLOR 3B ECHO DELETE ALL TEMP FILES C: CD &#xTE;MP% RMDIR /S /Q &#xTE;MP% CD C:\WINDOWS\TEMP RMDIR /S /Q C:\WINDOWS\TEMP CD C:\WINDOWS\Prefetch RMDIR /S /Q C:\WINDOWS\Prefetch CD &#xTE;MP% CD.. CD.. CD Recent Del /s /q *.* ৩। দু/এক মাস পর-পর ডিস্ক ডিফ্রাগমেন্ট চালান।

৪। অনেক পিসিতে RAM কম হলে পিসি স্লো হয়। নতুন RAM সংযোজন না করে ভার্চুয়াল মেমরী বারিয়ে নিন। এ জন্য নিচের পদক্ষেপ নিন। মাই কম্পিউটারে রাইট ক্লিক করে প্রপারটাইজ'এ ক্লিক করুন।

সিস্টেম প্রপারটাইজ ওপেন হবে। এখানে "এডভান্স" থেকে "পারফরমেন্স" এরিয়ার "সেটিংসে" ক্লিক করুন। পুনরায় "এডভান্স" এ ক্লিক করে নিচে "ভার্চুয়াল মেমরী" এরিয়া থেকে "চেঞ্জে" ক্লিক করে ভার্চূয়াল মেমরী বারিয়ে নিন। ৫। এবার খুব ইম্পর্টেন্ট বিষয় যা হলো এন্টি ভাইরাস।

এন্টি ভাইরাস আপনার পিসিকে যেমন ভাইরাস মুক্ত রাখে তেমনি পিসিকে খুব স্লো করে। যেমন নরটন ( এন্ড পয়েন্ট, ৩৬০ ডিগ্রি), ম্যাকফি ইত্যাদি এন্টি ভাইরাস গুলির পিসি স্লো করাতে জুরি মেলা ভার। তবে এ কথা অনস্বিকার্জ যে এরা যেমন পিসি স্লো করে তেমনি পিসিকে দেয় নিশ্চিন্ত সুরক্ষা। তবে আরও অনেক এন্টি ভাইরাস আছে যে গুলি পিসিকে স্লো করবেনা আবার প্রয়োজনীয় সুরক্ষাও দেয়। যেমন এভিজি, ক্যাসপারস্কি, নড ৩২ ইত্যাদি।

এর মধ্যে নড ৩২ কে আমার সবচেয়ে কার্যকর মনে হয়েছে। কিছু ইউজার নেম ও পাসওয়ার্ড দিলাম, ব্যবাহর করে দেখতে পারেন। Username: EAV-54108373 Password: sm6rr8rmdj Expiration: 29/04/2017 Username: EAV-54108377 Password: pnkxjm4rua Expiration: 29/04/2017 Username: EAV-54108379 Password: vckucfdev5 Expiration: 29/04/2017 Username: EAV-54883696 Password: mr67m6a7ha Expiration: 01/01/2012 এই গুলি নড ৩২ এর ইস্ট স্মার্ট সিকিউরিটি ৫ এর ভার্সন ৫.০.৯৩.০ এর জন্য প্রযোজ্য হবে। ৬। ডেস্কটপ থেকে শর্টকাট আইকন যথাসম্ভব কমিয়ে ফেলুন।

৭। এনিমেটেড ওয়ালপেপার অথবা ডেস্কটপ থিম সরিয়ে ফেলুন। এ গুলো পিসিকে স্রো করে। ৮। নিয়মিত ইন্টানেট ব্যবহারকারী হলে ব্রাউজার ক্যাশ, হিস্টরি এবং কুকি ফাইল ডিলিট করুন।

এই গুলি পিসির স্পিড বাড়াতে বেশ ভাল কাজ করবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.